আমাদের কথা খুঁজে নিন

   

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ১) Adjective আর Adverb

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... এর পরের ব্লগটা গাইডেড রাইটিং নিয়ে লিখব। এই গাইডেড রাইটিং টা জানার জন্য আমাদেরকে প্রথমে Adjective আর Adverb কি সেইটা জানতে হবে। প্রথমে দেখি Adjective কি? An adjective qualifies a Noun or a Pronoun. মানে noun এবং pronoun কে যে বিশেষিত করে তাকে adjective বলে। এখন বিশেষিত কি জিনিস? আসেন নিচের উদাহরনগুলা দেখি। Hasan is a good boy. - good শব্দটা 'boy' noun- কে Shaheen is very clever. - clever শব্দটা 'Shaheen' noun- কে He is a Bangladeshi. - Bangladeshi শব্দটা 'He' pronoun- কে Lazy students fail in the examination. - Lazy শব্দটা 'students' noun- কে Mouri plucked a red rose. - red শব্দটা 'rose' noun- কে The mouse is a little animal. - little শব্দটা 'animal' noun- কে The elephant is a large animal. - large শব্দটা 'animal' noun- কে Our Cow gives much milk. - much শব্দটা 'milk' noun- কে Give me two pens and three pencils. - two ও three শব্দদুটি 'pen' ও 'pencil'- এই দুটি noun- কে - বিশেষিত করেছে।

তাই এগুলি Adjective। তাইলে উপরের উদাহরনগুলা দেইখা আমরা কি বুঝতেছি? বুঝতেছি Adjective গুলি Noun বা Pronoun এর দোষ, গুন, অবস্থা, আকৃতি, সংখ্যা, পরিমান ইত্যাদি বোঝায়। এখন আসেন দেখি Adverb কি? খুবই সাধারন সংজ্ঞা দেয়া যায়। - যে word verb, adjective বা অন্যকোন adverb সম্বন্ধে পরিষ্কার অর্থ পরিষ্ফুটনের জন্য ব্যবহৃত হয় তাকে adverb বলে। Adverb এর বিভিন্ন উদাহরন দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।

Mouri goes slowly. - slowly - মৌরি কিভাবে যাচ্ছে তা স্পষ্ট করছে। (verb কে modify করছে) She is a very beautiful girl. - very - সৌন্দর্যের মাত্রা বোঝাচ্ছে। (adjective কে modify করছে) She walks very slowly - very - আস্তে হাটার মাত্রা বোঝাচ্ছে। (আর একটি adverb কে modify করছে) ব্যস এতটুকু বুঝলেই চলবে আপাতত। Adverb এর আরও কঠিন সংজ্ঞা দেয়া যায়।

Adverb সময়, স্থান, ধরন, সংখ্যা, পরিমান, কারন, উদ্দেশ্য, শর্ত, এবং বৈপরীত্য প্রকাশ করতে পারে। Adverb - Preposition ও conjunction কেও বিশেষিত করতে পারে। কিন্তু আমাদের ব্যবহারের জন্য উপরের সংজ্ঞাটা জানলেই আপাতত চলবে। --------------------------------------------------------------------------------- এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য।

আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।