আমাদের কথা খুঁজে নিন

   

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ৫

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Structure#8: যদি if বা provided that বাক্যের ধরনটা হইব এই রকম - যদি এটা হয় তাইলে ঐটা হইব। যেমন ধরেন, যদি তুমি আস তবে আমার ভাল লাগবে। তো এই ধরনের বাক্যগুলারে if বা provided that দিয়া ট্রান্সলেট করা যায়। উপরের উদাহরনটা খেয়াল করেন। বাক্যে দুইটা অংশ।

১) যদি তুমি আস - সাধারন present sense. - If you come ২) আমার ভাল লাগবে - সাধারন future sense. - I will be happy. এখন আসেন। যদি if দিয়া ট্রান্সলেট করি তাইলে অংশ দুইটার মাঝে একটা কমা(,) বসাইতে হইব। If you come, I will be happy. আর যদি provided that দিয়া ট্রান্সলেট করি তাইলে অংশ দুইটারে উল্টা কইরা লিখতে হইব আর If বাদ দিতে হইব আর কমাও(,) দেয়া লাগব না। I will be happy provided that you come. Structure#9: যাতে যাতে বাংলা শব্দটার ইংলিশ দেখেন - ১) কর্তা বা subject যদি ভিন্ন হয় তাইলে - So that বা In order that. এইক্ষেত্রে So that বা In order that পরে subject + verb তার sense অনুযায়ী বসবে। ২) কর্তা বা subject যদি একইজন হয় তাইলে - So as to বা In order to. এইক্ষেত্রে So as to বা In order to এর পরে verb এর base ফর্ম বসবে।

উদাহরন দেখেন দুইটা। বাবা মা সন্তানের নিয়মিত যত্ন নেয় যাতে তারা মানুষ হতে পারে। - বাক্যটার অংশ দুইটা খেয়াল করেন। ১) বাবা মা সন্তানের নিয়মিত যত্ন নেয় - The parents take care of their children - subject হইল বাবা মা। ২) যাতে তারা মানুষ হতে পারে - so that thay can be established - subject হইল সন্তানেরা।

তাই so that ব্যবহার করা হইছে। সে ভাল ইংলিশ শিখছে যাতে সে একটা ভাল চাকুরি পায়। - বাক্যটার অংশ দুইটা খেয়াল করেন। ১) সে ভাল ইংলিশ শিখছে - present continuous sense - He is learning english good ২) যাতে সে একটা ভাল চাকুরি পায় - in order to get a good job - দেখেন কর্তা কিন্তু সে নিজেই। তাই in order to ব্যবহার করছি।

Structure#10: যে কোন একটি/যে কেউ একজন Either কলম গুলোর যে কোন একটি হলেই চলবে। উদাহরন টাতে খেয়াল করেন। নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোন সংখ্যক কোন কিছুর মধ্যে যে কোন একটা। - সেন্সটা ঠিক এরকম। ইংলিশ হইল Either. তাইলে উপরের বাক্যের ইংলিশটা হইব - Either pen will do. আবার দেখেন, আমি অথবা সে যে কেউ এই কাজটি করব।

- Either I or he will do this work. Either এর negative সেন্স হইল neither. অর্থ হইল, কেউই না/এটাও না....... ওটাও না। যেমন ধরেন, আমি এটা পছন্দ করি না, সেও করে না - Neither I nor he likes this. --------------------------------------------------------------------------------- এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।