আমাদের কথা খুঁজে নিন

   

Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ২) Prepositional Phrase

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Prepositional Phrase হল কোন Object(সাধারনত noun বা pronoun হয়) এর আগে একটি preposition বসিয়ে বাক্যের অন্য একটি word এর মধ্যে সম্পর্ক তৈরী করা। তাহলে Prepositional Phrase এর structure টা হয় এরকম: Preposition + Noun, Pronoun আবার structure টা এরকমও হয়: Preposition + optional modifier + Noun, Pronoun যেমন: He is behind the door. - সে দরজার পিছনে। - এখানে behind হল একটি preposition। door হল Noun। আর the হল একটি modifier।

তো এই Prepositional Phrase এর কিছু নীতি আছে। যেমন: ১) Prepositional Phrase বাক্যে Adjective বা Adverb এর মতো আচরন করবে। যদি Adjective এর মতো আচরন করে তাহলে Prepositional Phrase টি নিচের প্রশ্নের উত্তর দিতে পারবে। কোনটা? (Which one?) আর যদি Adverb এর মতো আচরন করে তাহলে Prepositional Phrase টি নিচের প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবে। কিভাবে? (How?) কখন? (When?) কোথায়? (Where?) ২) কখনও কখনও Prepositional Phrase এর ভেতরের একটি noun কে দেখে লজিকেল্লি বাক্যের ক্রিয়াপদটির Subject(ক্রিয়াপদটিকে "কে করে" প্রশ্ন করলে পাওয়া যায়) মনে হতে পারে।

কিন্তু মনে রাখতে হবে যে Prepositional Phrase এ কখনও একটি Sentence এর Subject থাকে না। যেমন: এই রান্না বইগুলোর কোনটাতেই ভাত রান্নার রাসিপি নেই। Neither of this cookbook contains the recipe for rice. দেখেনতো cookbook কে Subject মনে হচ্ছে না? কিন্তু of this cookbook একটি Prepositional Phrase। তাই এখানে Subject টি হল "Neither of this cookbook"। ইংলিশ ব্যাকরনে preposition এর সংখ্যা খুব বেশী নয়।

নিচের ছবিটিতে preposition গুলোর একটি লিষ্ট দেয়া হল। বড় করে দেখতে চাইলে Guided Writing - অর্থ নির্দেশিত পথে লিখা। - ১) Adjective আর Adverb --------------------------------------------------------------------------------- এই ব্লগটি একটি সিকুয়্যেল ব্লগ। আগেরগুলো পড়ে আসা একান্তভাবে কাম্য। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।