জীবন কেটে যায় তুমি চাইলেই কেটে যাবে অসংখ্য রাত, অসংখ্য ভোর, অসংখ্য বিকেল প্রিয় ধূমকেতুর মত। - হা হা হা - হাসলে কেন? - ধূমকেতু তো চোখের পলকেই বিলীন হয়ে যায়। তুমি চেয়েছিলে বলেই কড়া রোদ মেখে আমি ছাই হয়ে গেছি কিছু বুঝে উঠার আগেই; অথচ রোদ বলছে - একটু একটু করে পুড়িয়েছে অনেক অনেক ফ্রেমে। - আমি চাইলে আর কি হয়? প্রিয় গভীর অন্ধকার জোৎস্নাগলা মধ্যরাত হয় কাঁপিয়ে তোলা বিষাদ সময় বিনম্র সুর হয়। এই সব স্বপ্নেরা অশুদ্ধ হয়ে গেছে অশুদ্ধ বাতাস বুকে নিয়ে আজন্ম বিলাস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।