চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
দিনটা যদি শুরু হয় ইথারে ভেসে আসা তোমার কথা দিয়েই
যে কথা শুনলেই আমার বিবর্ন পৃথিবীটা বর্নিল হয়ে উঠে
গাছের পাতা, ঘাস হয়ে ওঠে আরো উজ্জ্বল সবুজ
লাল-নীল ফুলগুলো তারার মতো জ্বলজ্বল করে ডালে ডালে।
তোমার সুরের আবেশে আকাশে বাতাসে বয় রিনিঝিনি তান
সাগরের গর্জন ও পাখির কলতান শুনি একই লয়ে
জমাট মেঘ কেটে কেটে ছড়িয়ে পড়ে নীলাভ আবির
তোমার স্নিগ্ধ হাসিতে সাত আসমান থেকে নেমে আসে আমার স্বর্গ ।
তোমার ছোঁয়া পেলে আমি হারিয়ে যাই
নিজেকে মিশিয়ে ফেলি তোমার অস্তিত্বের মাঝে।
আমাকে ভুলে তুমি যেতে পার স্বর্গে
একাত্তরটি হুর-লেহমান নাকি পেয়ে যাবে পাশে!
তবুও আমাকে মনে পড়বেই তোমার
অশুদ্ধ প্রেমের বিশুদ্ধ ভালবাসা পেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।