আমাদের কথা খুঁজে নিন

   

অশুদ্ধ আঁধার

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আড়াই হাত আঁচড়েও কি টের পাচ্ছো না,কৃষকের পাটের দু:খ? দাঁড়াও একটুক্ষণ গামছায় ঘর্মাক্ত কপাল ঢাকি মাথায় বিড়া পরো, ওজনে কি বুঝতে পারো ঝাঁকা ভর্তি কোদালের মাটি? তোমার কৃষ্ণ-কালো মণিতে অশুদ্ধ আঁধার। ওখানে সুখের কাঁপন, হাতে পাতাকাঠি। আম গাছ ওটা, দীঘিতে ডুবে মরা জননীর চুল, এবার আপন শুয়ে পাতাল কোলে, - তলপেটের উঁচুতে ওটা ভাইবারই ঘরের পাশে বিষ-কাটালির ঝোপ, কাদার শালুকে, ওটাও লাঙলের আঁচড়ে, পদ্মের বিষে ঢুকে যাওয়া হাঁটু মাচার সামান্য নিচে জমি কেটে বহ্নিমান কেরোসিন - পাহারা ওখানে রাতের বাতাসে কিসের সন্ধান? কোঁচড়ে সুটা হয়ে যাওয়া মুড়ি চিড়া; নকশী কাঁথার সেলাইয়ে ঋণের টাকা ফেরতের দিন, মুঠো ভরা মানত, প্রতি মসজিদ শুক্রবারে অবিন্যস্ত, ওটাও স্বর্গহীন এই গাঁয়ের চাঁদে চান্নি বড় গোল হয়, নিচে বন্ধকের ঋণে কলমি জলাশয় এখানে দেখতে পাও তাবৎ বড়সাহেবদের শৈশবের বীজ, দু:খিনীতে তার কি হয়। -- ড্রাফট ১.০  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.