আমাদের কথা খুঁজে নিন

   

অশুদ্ধ স্বর্গ




আমি যে গান শুনি তুমি কি জানো তার সুর?
যে স্বপ্ন আমায় জাগিয়ে রাখে অযুত অনিদ্র রাত
জানো কি সারার্থ তার? জানো না।

তাই শেষ সাক্ষাতে এতটুকু বিচলিত ছিলে না
উত্তাপ ছিল না অনিচ্ছুক নৈকট্যে, চক্ষু মিলনে
বলো নি মনে রেখ, ভুলে যেও না।

রক্তমাংস কাতরতা নয়, অনিত্য ‘আমি’তে তার
প্রেমহীনতা বুনে গেছে দুখীতম গোথিক সুর,
নিহিলিক দুঃস্বপ্ন, নিঃস্বতার এক অশুদ্ধ স্বর্গ।

দিন শেষে তাই ঘরে ফিরলে লম্বা দাঁড়িয়ে থাকা
বেহায়া আয়নার বিম্বটি প্রায়ই মুচকি হেসে বলে,
রোদ্দুরে শরীরে তোমার কার বিস্মৃতির গন্ধ গো?

ছবিসূত্রঃ ইন্টারনেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.