কায়ছার
আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? সবাই জানে বারাক ওবামা। পুরো নাম বারাক হোসেন ওবামা। কিন্তু আসলে তার নাম "বোরাক হোসেন ওবামা" ইংরেজীতে "Barak Hossain Obama"। ইংরেজী "B-A-R-A-K" কে আমরা "বারাক" বলি যা সঠিক নয়, এটা হবে "বোরাক"। বিশ্বাস না হলে তার নিজের মুখের কথাই শুনুন।
বোরাক শব্দটি আমি যতটুকু জানি আরবি শব্দ, যার অর্থ এক ধরনের বাহন। আমাদের প্রিয় নবী মেরাজে সম্ভবত বোরাক বাহনে করেই গমন করেছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।