আমাদের কথা খুঁজে নিন

   

কি করুম আমি

আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা। হেতে আমার লগে এমন না করলেও পারতো, হুদাই আমর লগে এমন করে নিজে তো কোনই লাভ করতে পারে না আবার আমারে খালি কষ্ট দেয়। এই জীবনে শুধু তার কাছ থেকেই যে পরিমান কষ্ট পাইছি আর কেউ এমন দেয় নাই। তার জন্য কত কিছু ছারলাম তাও পুরাপুরি তারে সন্তষ্ট করতে পারলাম না।

নাই কামেও আমারে খালি কষ্ট দেয়। ভালোমতই জানে আমি কষ্ট পাই তাও তার কোনো বিরাম নাই আমারে কষ্ট দেওয়ার। কেমনে যে বুঝাই আমারে কষ্ট না দিতে তাও দিবো। যেই দিন আমি থাকুম না তখন বুজবো আমার কথা। কিন্তু এখনতো খালি জিদ কইরা আমারে পিষা মারতে চায়।

নিজের জিদ আমার উপরে ফলায়। থাক তুই তর জিদ নিয়। যখন বুজবি তখন আর চিল্লা-পাল্লা কইরা লাভ হইবনা। তুই যখনই আমারে কষ্ট দেস তখনই আমার সব কাম উল্টা-পাল্টা হয়। এর আগেও কিছু উল্টা-পাল্টা হইছিলো শুধু তোর কারনেই।

যেগুলা তুই জানস না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।