আমাদের কথা খুঁজে নিন

   

কি করুম এখন

প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম কাহিনি হইয়া গেছে। কাজিন আছে একজন । পড়ে এইটে। পোলাপান মানুশ ভাবসি থাক অফার দিয়া কোন বিপদে পরুম। কিন্ত হেই বিপদেই পড়লাম।

হে আরেক পুলার লগে ৩ বছর ধইরা প্রেম করে !! ১০ পাশ। পুরাই এক বখাটে। এই পোলার লগে রিলেশন নিজেরই বিশ্বাস করতে কস্ট হয়। আমি ভাবছি প্রেমটেম করেনা বা বুঝবোনা এইসব জিনিস আর এখন দেখতাছি ৩ বছর আগে থেইকাই উনি বুইঝা কাম শুরু কইরা দিছে। তাই ভাবলাম প্রেম যখন করবি আমার সাথে করলে সমস্যা কই।

তাই লেটার পাঠাইলাম । ফোনেও দুই তিনবার কথা বললাম কি সুন্দর রং ঢং করল আমার লগে। (ওর সাথে আগেও রিলেশন ছিল কিন্ত কিছু ভুল বুঝা বুঝির কারনে অনেকদিন ওদের বাসায় যাইনাই রাগ কইরা। )। সমস্যা হইল এখন এই লেটার ও তার ফ্যামিলিকে দেখাইছে বিষয়টা পরিবারের মাঝে জানাজানি হইয়া গেছে।

আজকে আমার নানি বাসায় এসে হাবি জাবি কইল। এইসব ভাল না এইসব হেন তেন। বেয়াদপ মাইয়া কোথাকার প্রেম করবিনা ভাল কথা তুই এইটা দেখাইতে গেলি কেন আমার নানি কইতাছে থাউক বাজান ওরা কিছু মনে করেনাই তুই আর এইগুলা নিয়া কিছু করিছ না। মান ইজ্জত প্লাস্টিক হইয়া গেল। কি করুম বুঝতাছিনা।

যেই পোলার লগে রিলেশন ঐ পোলারে সাইজ করা একটা ফোন কলের ব্যাপার মাত্র। পোলাই মনে হয় ওরে উপদেশ দিছে চিঠিটা তোমার আম্মুরে দেখাও তাহলে তোমার আম্মু একশন নিব। আমারে কিছু কইলে আমি কমু এই চিঠি আমি দেইনাই। ওর লগে যেই পোলার রিলেশন ঐ পোলায় আমার লগে গ্যাঞ্জাম করার জন্য এইসব করছে। শালার কেল্লেগা যে এই কাম করতে গেছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।