এসো স্বপ্নকে বাস্তবে রূপ দেই... আমেরিকার ম্যাসাচুসেট রাজ্যের বোস্টন শহরে স্থানীয় সময় বিকাল ৩ টার একটু আগে ১৫ সেকেন্ড এর ব্যবধানে ২টি বোম বিস্ফোরিত হয়। বোমার আঘাতে কমপক্ষে ২ জন মারা যান এবং ২৪ জনের বেশী আহত হন, এদের মধ্যে অনেকেই অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন। প্রথম ২টি বোমার ১ ঘণ্টা পরে আরও একটি বোমা বিস্ফরিত হয়।
প্রাথমিক তদন্তে এটা প্রমানিত হয়েছে যে বোমা গুলো রাস্তার পাশের ময়লা ফেলার "বিন" গুলোতে "ক্যান" এর ভিতরে ভরে রাখা হয়েছিল।
এখানে দেখা যাচ্ছে বিস্ফোরিত জায়গায় মানুষ পরে আছে।
বোস্টনে প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় সোমবারে ম্যারাথন অনুষ্ঠিত হয়। আজ সেই দিনটি হওয়ায় হাজার হাজার মানুষ এই ম্যারাথন দেখতে এসেছিল। বোম বিস্ফোরণের সাথে সাথে ম্যারাথনের সব কিছু লন্ড ভন্ড হয়ে যায়।
বোমা বিস্ফোরণের পর ধোঁয়া এবং মানুষের দৌড়াদৌড়ি।
এই বোমা বিস্ফোরণের পরে প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনের মাধ্যমে এফ, বি, আই এর প্রধানের সাথে কথা বলেন।
এই বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে সতর্কটা জোরদার করা হয়েছে।
বিস্ফোরণ সম্পর্কিত কিছু ছবি- Click This Link
কিছু ভিডিও- http://www.youtube.com/watch?v=046MuD1pYJg, http://www.youtube.com/watch?v=gOzoq1rxyOw, http://www.youtube.com/watch?v=AeWNjukwecg ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।