আমাদের কথা খুঁজে নিন

   

“কেয়ামত”

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে একদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগত ও সমগ্র সৃষ্টি নিশ্চিহ্ন করে দেবেন, এ দিনটিকে কোরআন-হাদীসে"কেয়ামত বলা হয়েছে। কেয়ামতের পর সবাইকে পুনরায় জীবিত করে আল্লাহর সামনে হাযির করা হবে। এজন্য এ দিনটির অপর নাম "হাশর" । সখান প্রতিটি মানুষের কর্মের নির্ভুল নিখুঁত রেকর্ড উপস্পাপিত হবে।

তাতে এ দুনিয়াতে কৃত প্রতিটি কাজের পূর্ন বিবরন থাকবে। এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষ সাক্ষীর কাটগড়ায় উপস্হিত থাকবে। এমনকি মানুষের হাত, পা, চোখ, কান, জিহ্বা এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ তাদেকে কি কি কাজে ব্যবহার করা হয়েছিল তার সাক্ষি দিবে। অতঃপর সর্বশ্রেষ্ট বিচারক মহান আল্লাহ তাআলা উপস্হাপিত কার্যবিবরনীর ভিত্তিতে কে কতটা শাস্তি বা পুরস্কারের যোগ্য, পূন্য ন্যায়পরায়নতার সঙ্গে তা ঘোষনা করবেন। এই পুরস্কার বা শাস্তি পরিধি এত ব্যাপক হবে যে, বর্তমান জগতে বসে তা অনুমান করাও সম্ভব নয়।

অতএব, এমন একটি জীবন ও জগত অর্থাৎ, পরকালের প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমানের জন্য ফরয। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।