আমাদের কথা খুঁজে নিন

   

কমিশন দে হারামজাদা! নইলে ব্রীজ খাব!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... মানুষের মধ্যে আশা আশার মধ্যে মানুষ চেতনায় পরাধীনতা, মুক্তি খোঁজে সেই নিষাদ সময় থেকে ৫৭, ৪৭, ৫২, ৭১। তবুও অন্ধকার ছেয়ে থাকে! অবশেষে অনেক আশায় ভর্সায়, বদলের শ্লোগানে আবার বাঙালী স্বপ্ন বুনেই ডোবে হতাশায়। । আঘাতের পর আঘাত ঢেউয়ের মতো; জর্জর করে স্বপ্ন হত্যা, গুম, ধর্ষন, ঝুর ঝুর করে ঝড়ে পড়ে হায়েনার লাল জিহবায়। ।

মূখোশ খুলে পড়ে নগ্ন, বিভৎস, রাক্ষুসে রাহুগ্রাস -সুশীলপনার আড়াল খুলে বেরিয়ে আসে নির্বোধ প্রলাপ। বিমূঢ় জনতা। শেয়ার মার্কেট খায় ৩০ লক্ষ বিনিয়োগকারীর আশা, স্বপ্ন, পূজি চুষে খায়; গলায় রশি দেয়-জনতা মিথ্যা আর প্রগলভতায় ঢাকতে চায় ব্যার্থতার হিমালয়! প্রোপাগান্ডা আর চামচামীর প্রলয়ান্ধকারে সূতো সাপের সাফল্যে অন্ধের চাঁদ দেখা হাসি। । লাগামহীন মূল্যবৃদ্ধি-কমিশনাশায় জনস্বার্থের গলা চিপে বারবার তেল, বিদ্যুতের পাগলা রেস, আইএমএফের মূলো ঝুলে নাকের ডগায় জনতার নাভীশ্বাস উঠে; আইএমএফের কুম্ভকর্ণ নিদ্রায় তিনাদের আফসুস- এ টার্মে বুঝি কমিশনটা আর পাওয়াই হলো না! অবশেষে স্তব্দ জনতা অবাক বিস্ময়ে দেখে, জানে সত্য - বিশ্ব ব্যাংক এডিবির বরাতে শোনে লুকানো গোপন বর্বর চীৎ'কার- কমিশনদে হারামজাদা নইলে ব্রীজ খাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.