যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
যা বলিব সত্য বলিব, সত্য বইকি মিথ্যা বলিব না । এমন শপথ বাক্যে আর কাজ হয় না । বিচার বিভাগের প্রতি যেন একরকম অনাস্থা তৈরীছে সরকার ।
তাই তাদের আরেক উদ্ভাবন টকমিশন । এইখানে আসিয়া সকল কিছু সত্য বলুন, স্বিকার করুন, না করিলেও স্বিকার করুন । সমস্যা নাই, আর যাই হোক অন্যায় না করলেও স্বিকারোক্তিদিন, যাহা করিয়াছি ভুল করে করিয়াছে । আর ভুল করিব না । আর আপনার শাপমোচন হয়ে গেল ।
ব্যাস ।
এক্বেবারে সব ফকফকা !!!
তবে একদেশে কেন দুই নীতি ?? দুর্নীতি কইরা কেউ পাবেন জেল-জরিমানা আবার কেউ পাবেন শুধুমাত্র অর্থদণ্ড ?? কেন বাপের বাড়ী আর শুশুর বাড়ীর খাতির ??
তবে কেন হবে না ফলস কমিশন ??
আসলে ফলস কমিশন দরকার আমাদের এই সরকারের জন্য । তারা এই ফলস কমিশনকে এসে বলুক তারা এতোদিন ধরিয়া যা বলিয়াছে, করিয়েছে লোক দেখাতেই করিয়াছে, মিথ্যা বলিয়াছে ।
আচ্ছা এই ফলস কমিশনের নীতি নিধারণগুলো কেমন হতে পারে ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।