আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটির বিয়ে খসে গেল

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া ছেলেটির ছোট বেলার শখ, মনের মত কাউকে বিয়ে করা। যা হউক, ছেলেটি বড় হল। যইবন খোঁচা দিল। শরীর নাড়া দিল। বিয়ে এবার করতেই হবে।

এটাই তার শেষ পণ। পাত্রী খুজাখুজি চলছে । প্রায় শতেক খানি পাত্রী দেখা শেষ। কোনটিই তার মনের মত হয় না। হঠাৎ একদিন রাতে মেয়েটির কাছে গেল।

গিয়ে বলতেছে আমার একটিও পছন্দ হয়না। আমার ব্যাপারে মামাকে দায়িত্ব দিয়েছি । মেয়েটি ঘটক । মামা শহুরে এক মেয়েকে ঠিক করেছে। বিয়ের তারিখও ঠিক।

ছেলেটি বিয়ে করতে গেছে । গিয়ে দেখে মেয়েটির চুল সাদা। একি মামা আমার জন্য বুড়ি ঠিক করল। আমি বিয়ে করব না । আরে শোন, এটা চুলে সাদা কালি করেছে।

পাকা নয় । আমি চলে গেলাম, আর বলে গেলাম এই লিঙ্ককে কেউ ক্লিক করবে না। কারন এটি নিষিদ্ধ লিঙ্ক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।