আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটির বিস্ময় ভরা প্রশ্নের পর !

পরিবর্তনের জন্য লেখালেখি

(এই কবিতাটি পড়ার আগে অপেক্ষা পর্ব আর তারপর দেখা হওয়া পর্ব পড়ে নিতে হবে ) ছেলেটা ঃ আমরা দুজন নিশ্চুপ বসেছিলাম । আমার হাত চাইছিলো না কবিতা লিখতে । আমার পা চাইছিলো না নড়তে । কফির কাপ গুলো পড়েছিলো শূন্য - ক্রিম রঙ মেখে । দরজা আটকানোর আওয়াজ - দরজাকে আটকালো ।

পিছনে ফেলে রাখা যুক্তি তর্কের গল্প , সাজানো গিটার - সাজানো আইস্ক্রিম কোনায় পড়ে। ওখানে গরম আর হলদেটে আলো । ভালোবাসা গুলো রঙ মেখে সরে যায় । হালকা বিষন্নতায় বাতাস ভারি ও কালো । তুমি কি কবিতা ফেলে আমার হবে ? আমার রঙটা কি ভালো ? ( ছেলেটা মেয়েটার কবিতা লেখা থামিয়ে দিলো ।

আঙ্গুল গুলোকে খেলতে খেলতে বললো , " তুমি কি জানো শব্দরা নুপূরের মত ?" ) মেয়েটা ঃ আলাদা করে কি জানবো ? যখন তুমি ছুঁয়ে দিলে শব্দেরা ছড়িয়ে পড়ে অর্কেস্ট্রার মত। তবে, কোলাহল ঘুমিয়ে গেলে অনেক রাতের গভীরে শুয়ে - পা ফেলে যেতে চাই শব্দের বিছানা পর্যন্ত। ( তুমি কি জানো তোমার স্পর্শরা সুধার মত ?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।