আমি এই খেলাঘরের একজন দর্শক মাত্র। ক্ষণিকের এই খেলা ঘরে অতিথি বেশে বেড়াতে এসে ভবের মায়ার রঙ তামাশায় ফিরে যেতে নাহি ইচ্ছে করে। জমকালো এই রঙ তামাশায় জীবন নামের জলসা খানায় মোহে ভরা প্রেমের সুরায় হারিয়ে গেলাম সুরের নেশায়। রঙিন রঙিন স্বপন বুনে মিছে মায়ার শিহরনে হৃদয় তরে আপন ধ্যানে পৃথিবী গড়ি আপন মনে। লোভের রাজ্যে পাল তুলে বধ করেছি কণ্ঠনালী বিবেকের খুন পান করেছি অমরত্বের ধূমজালে। সবকিছু আজ পেয়েছি হায় তবুও কেন শূন্য এথায় মনে ও প্রাণে অসুখ বেধে ঘুমের খোজে ছুটে বেড়ায়। ক্ষণিকের এই খেলাঘর ছেড়ে যেতে হবে আজ শূন্য হাতে রঙিন ছবি ধুসর হবে আমি হীনা সব পড়েই রবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।