অদ্ভুত সব স্বপ্ন....আজগুবি সব খেয়াল....বড় হওয়ার বাকি...নাকি আমি এমনি ....পুসকি
রংধনূ রঙ ইচ্ছেঘুড়ি।
কাগজপঙ্ক্ষী উড়তে উড়তে......
পথ হারাল তেপান্তরে। ।
বন পাহাড়িয়া বাঁশির সুর
নিশি ডাকে ভর দুপুরে,
হাওয়ায় মিলায় ছন্দ তাহার
ঝর্ণা জলের কল্লোলেতে।
চমক ভাঙানিয়া..............হারিয়ে ফেলি এবার মোরে।
।
স্বপ্ন সাজাই মেঘের ভেলায়
ধূসর সাদা স্বপ্নগুলো
ভেসে ফিরে হাওয়ায় মিলায়
এবার স্বপ্নও ভাঙে..............তন্দ্রালোকে। ।
তবুও ইচ্ছেঘুড়ি
উড়ে চলে পথের দিশায়,
তবুও বাঁশি বাজে
ছন্দ সুরের মিলন আশায়।
তবুও স্বপ্ন দেখা........
শুধুই স্বপ্ন দেখার নেশায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।