আমাদের কথা খুঁজে নিন

   

ধুসর স্মৃতি..............

তোমার চুলে একটু হাত বুলোতে দেবে, কতদিন হয়ে গেল..... তোমার চুলের ফরাসে....আমি হাত বুলোই না। ... হাত থেকে বুঝি ওর গন্ধও উবে গেছে। তোমার চোখে একটু চোখ রাখতে দেবে, বহু সন্ধ্যা পেরিয়ে গেছে.... আমার চোখে....তোমার ছায়া পড়ে না। চোখ থেকে তোমার ছবি ও বুঝি মুছে গেছে। তোমার কাধটা একটু ছুয়ে দেখতে দেবে, কত বিকেল কেটে গেছে.... তোমার কাধে....আমার নিঃশ্বাস পড়ে না।

সে শুধু স্মৃতি কেন বাস্তব হয় না। তোমার ঠোটে একটু আদর করতে দেবে, নিখুত অন্ধকার চলে গেছে...... আমার বিশুক্ষ ঠোটে....তোমার অধরের ছাপ পড়ে না। সে অনুভুতির বুঝি মৃত্যু হয়েছে। আমার বুকে একটু মাথা রেখে ঘুমোবে, ক্লান্ত দুপুরের রোদ জমে গেছে...... বুকের জমিনে নিষ্পাপ দেহ.....আশ্রয় খোজে না। তা বুঝি শুকিয়ে খটখটে হয়ে আছে।

আমার হৃদয় এ একটু উকি মেরে দেখবে, অনন্ত কাল ধরে তুমি বসে আছো....... আজ ও সেখানে হাত রেখে....আমি তোমার গান শুনি। ভালবাসা না হোক তোমার কষ্টে সে আমূল ভরে গেছ.........??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।