মেঘের প্রলেপ, ধুসর দুপুর,
জীবনের ঝোঁকে, যান্ত্রিক সুর। ।
শূণ্য পকেট, হলদেটে সুখ,
কঙ্ক্রীট শ্বাসে,বিষাক্ত মুখ। ।
কথার সবুজ নিকষ কালো,
শহরবন্দী মনের আলো।
।
অনুভুতি সব হিসেবের খাতা,
অবসরহীন নড়বড়ে মাথা। ।
শৈশব চুরি ডোরিমন ফাঁদে,
বিকেল মরে বন্ধ ছাদে। ।
মাঠের দখল রিয়েরল এস্টেটে,
টাকার পাহাড় ভরছি পেটে। ।
বাঁচছে দেহ, মরছে মন;
ছুটছি আর করছি স্মরন। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।