আমাদের কথা খুঁজে নিন

   

ধুসর স্বীকারক্তি



জানি না কখন এমন হল? তুমি প্রশ্ন করো না। আমার উত্তর জানা নেই। হয়তো কোনও পড়ন্ত বিকেলে কন্যা সুন্দর আলোয়, তোমার চোখের ছায়ায় অবাক আমি হলাম উন্মত্ত। হয়ত কোন ক্লান্ত সন্ধ্যায় তোমার ক্লান্তি ভরা মুখের ক্লান্ত হাসিতে ক্লান্ত আমি হলাম আরও বিষন্ন। জানি না কবে হল এমন জানি না কেন যে হল? শুধু জানি আবেগ থেকে নয়। নয় কোন অনুরাগ থেকে। যেটা হল হয়ত হবার ছিল। তাই এমনি হল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।