ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । ।
পল্লিগীতির মরমী রাজা, আব্দুল আলীম -এর জন্ম ২৭ জুলাই, ১৯৩১ এ, ভারতের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে। খুব ছোট বেলাতেই, গ্রামোফোন রেকর্ড শুনতে শুনতেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন এবং সে সময়েই তাঁর সঙ্গীত প্রতিভা বিকশিত হতে থাকে। যে কোম্পানির গ্রামোফোন রেকর্ড তিনি শুনতেন, সেই কোম্পানিই, তাঁর ২টি গান রেকর্ড করে - তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর।
শেরেবাংলা ফজলুল হক, একবার তাঁর গানে বিমোহিত হয়ে, তাঁকে ব্যাক্তিগত ভাবে বিশাল পুরস্কার দেন।
১৯৪৭ এর দেশ বিভাগের পর, তিনি ঢাকায় আসেন ও তার কিছুদিন পরেই, রেডিও পাকিস্তানে, স্টাফ আর্টিস্ট হিসাবে যোগ দেন। ঢাকায় স্থায়ী হয়ে তিনি সঙ্গীতে মমতাজ আলী খান ও মোহাম্মদ হোসেন খসরুর কাছে সঙ্গীতে তালিম নেন। এসময়েই তিনি সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের প্রথিতযশা কবি, শিল্পী ও সাহিত্যিকের সান্নিধ্যে আসেন - তাঁরা হলেন, কবি জসীমউদ্দিন, কানাইলাল শীল, আব্দুল লতিফ ও আরও অনেকে।
আব্দুল আলীম, তিন শতাধিক গ্রামোফোন রেকর্ডে কণ্ঠদান করেন ও শতাধিক সিনেমায় প্লেব্যাক করেন, যার অধিকাংশই, আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ও পরে, যথার্থ রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্তপ্রায়।
তিনি তাঁর সঙ্গীত জীবনে ৫ টি গোল্ড মেডেল ও বেশ কিছু সম্মমনা পেয়েছিলেন। খান আতাউর রহমানের 'সুজন সখী' সিনেমায় প্লেব্যাকের জন্য ১৯৭৪ এ তিনি (মরণোত্তর) জাতীয় পুরস্কারে ভূষিত হন।
আব্বাসউদ্দিন আহমেদের এই সুযোগ্য উত্তরসূরি ও পল্লিগীতির মরমী রাজা, আব্দুল আলীম, ৫ সেপ্টেম্বর, ১৯৭৪ এ, ঢাকায় পরলোকগমন করেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে, মরমী কণ্ঠে সুললিত গায়নের একটি অধ্যায়ের অবসান ঘটে, যার প্রভাব, সুদীর্ঘ চার দশক পরও সমান জাজ্বল্যমান।
কোয়ালিটি - মিক্সড বিটরেট এমপি৩
ফাইল সাইজ - ৮০ + ৮৭ + ৬৯ মেগাবাইটস
ডাউনলোড -
আব্দুল আলীম - ১
আব্দুল আলীম - ২
আব্দুল আলীম - ৩
আব্দুল আলীম - সূচী ১
১।
আল্লাহু আল্লাহু
২। আমার প্রানের প্রানপাখি
৩। আমারে সাজাইয়া দিও নওশার সাজন
৪। আর কত কাল ভাসবো আমি
৫। বহু দিনের পীরিত গো বন্ধু
৬।
ভাঁটি গাঙ্গে ভাইটাল সুরে
৭। চিরদিন পুষলাম এক অচিন পাখি
৮। দোল দোল দোলনী
৯। দয়াল যার কপালে যা লেইখাছে রে
১০। দুয়ারে আইসাছে পালকী
১১।
এই যে দুনিয়া, কিসের লাগিয়া
১২। যার আপন খবর, আপনার হয়না
১৩। কার লাগিয়া গাঁথ ফুলের মালা
১৪। কে গো নিরলে বসি
১৫। কেহয় করে বেচা কেনা, কেহয় কান্দে
১৬।
কেন বা তারে সঁপে দিলাম
১৭। লঙ্গর ছাড়িয়া নাওয়ের
১৮। মরন কালে আল্লাহ বিনে
১৯। মেঘনার কুলে ঘর বান্ধিলাম
২০। মন ভ্রমরা মজলি না তুই
আব্দুল আলীম - সূচী ২
১।
মনে বড় আশা ছিল
২। মুখে আল্লাহ আল্লাহ বল
৩। মুর্শিদ পথ দেখাইয়া দাও
৪। মুর্শিদ পথের দিশা দাও
৫। নবী মোর পরশমণি
৬।
নবীর তরিক জেনে করো সাধনা
৭। ও গুনের ননদ লো
৮। অসময়ে বাঁশি বাজায় কে রে
৯। পিঞ্জিরার পাখির মতো
১০। পরের জায়গা পরের জমি
১১।
প্রানের বন্ধুয়া রে
১২। প্রেমের মরা জলে ডোবে না
১৩। রুপালী নদী রে
১৪। সেই পারে তোর বসতবাড়ি
১৫। সোনাবন্ধু রে
১৬।
সর্বনাশা পদ্মা নদী
১৭। স্বরূপ তুই বিনে
১৮। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া
১৯। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি
২০। তুমি নি আমার বন্ধু রে
আব্দুল আলীম - সূচী ৩
১।
বন্ধুর বাড়ি মধুপুর
২। বাবু সেলাম বারে বার
৩। বিশ্বাসে পাবি রে তাঁরে
৪। বাণিজ্যে নামিতে আমি
৫। ছাড়িলাম হাসনের নাও রে
৬।
ধীরে ধীরে ভাঁটিগাঙে
৭। এ সংসারে কেউ নয় আপনজনা
৮। হলুদিয়া পাখী সোনার বরণ
৯। কাঁদিস না রে সাগর কূলে
১০। কে যাও ভাঁটির দেশের নাইয়া
১১।
কে কথা কয় রে দেখা দেয় না
১২। কলকল ছলছল নদী করে টলমল
১৩। কোন ঘাটে ভাসাইয়া রে নাও
১৪। মাঝি বাইও নাও বাইও
১৫। নাইয়ারে নায়ে বাদাম তুইলা
১৬।
সব সখীরে পার করিতে নিব আনা আনা
১৭। তোমারও লাগিয়া রে
১৮। তোর ভাঙ্গলো সুখের ঘর, রাজা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।