আমাদের কথা খুঁজে নিন

   

আব্দুল বাতেন

maanush84@yahoo.co.uk

হাজার বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছি ঢাকার রাজপথে মিরপুর এক নম্বর হইতে সি.এন.জি-র সন্ধানে অনেক ঘুরেছি আমি। ধোঁয়া, ধুলোয় ঢাকা মিরপুর রোডে সেখানে ছিল সে। পায়ের উপর পা তুলে আয়াসে বসে আমি ক্লান্ত প্রাণ এক। সেধেছি দ্বিগুণ ভাড়া পিঠে হাত বুলিয়ে তবুও দুদণ্ড শান্তি দেয়নি সি.এন.জি. চালক, ধরিয়ে দিয়েছে হাতে হারিকেন। সি.এন.জি. তার কবেকার, কি বাহার বলিবার পাই না ভাষা মুখে তার দাড়ির কারুকার্য।

অতিদূর মতিঝিলে যাব দেরী হলে ঝাড়ি দিয়ে বনলতা করবে বেদিশা, কুচকুচে কালো রাস্তার রঙ যেরকম মিশমিশে রঙের তেমনি দেখছি চোখে অন্ধকার। সে বলে দিয়েছে সাফ কথা যাব না পাখীর বাসার মতো দাড়িতে হাত বুলিয়ে বলেছে, রাস্তা মাপেন। মগের মুল্লুকের মগ-রাজার মতন সে থাকে বসে। পিচিক করে ফেলে পানের পিক। আমার সকল কর্ম ভন্ডুল করার পান্ডুলিপি করে আয়োজন, রাগে ব্রক্ষ্মতালু রি রি করে জ্বলে।

নির্বাক বসে থাকে সে। আমার সাথে কোনভাবেই করবে না লেনদেন চোখে দেখি অন্ধকার, নির্বাক বসে থাকে সি.এন.জি চালক, আব্দুল বাতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.