আমাদের কথা খুঁজে নিন

   

আব্দুল করিম

আর কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে। অমিনেষ আর রোহিনী হাত ধরে দাড়িয়ে আছে। আজ তাদের প্রথম সন্তান এই মহাবিশ্বে আসবে। রোহিনীর কপালে ছোট ছোট ঘামের বিন্দু দেখা যাচ্ছে। অনেক দিন ধরে তারা দুজন অপেক্ষা করে ছিল আজকের এই দিনটির জন্য।

অমিনেষ আর রোহিনী দুজনই সোলার সিষ্টেমের অধিবাসী। তারা সোলার সিষ্টেমের ক্ষত্রিয় গোত্রভুক্ত। বাহিরের সব ধরনের অযাচিত আক্রমণ থেকে সোলার সিষ্টেমের প্রতিটি স্থানাংক রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছে। আর কিছুক্ষণ পরেই তারা যাত্রা শুরু করবে সূর্যের দিকে। বহুদিন ধরে জমানো টাকায় তারা সূর্যের বুকে মিলিত হবার অনুমোদন কিনতে পেরেছে।

তাদের বহুদিনের লালিত স্বপ্ন, তাদের সন্তান হবে সূর্যের সন্তান। অমিত তেজ আর প্রচন্ড পরাক্রম সে সন্তানের দেহ থেকে ঠিকরে পড়বে। একজন শক্তিশালী ক্ষত্রিয় সন্তান এ সোলার সিষ্টেমে তারা রেখে যেতে চায়, যে সূর্যের তেজে এ সিষ্টেমকে রক্ষা করবে। যার শরীরের প্রতিটি পরমাণুতে থাকবে সূর্যের নাচন। কিছুক্ষনের মধ্যেই অমিনেষ আর রোহিনীকে রুপান্তরিত করা হবে চেতনাবাহী হাইড্রোজেন গ্যাসে।

তারা গ্যাসে রুপান্তরিত হলেও সে গ্যাসের চেতনা থাকবে। গ্যাসের প্রতিটি পরমাণুর মাঝে থাকবে সুশৃংখল ঐক্য ও নিয়ন্ত্রণ। তারপরে সে গ্যাসকে উন্মুক্ত সূর্যের বুকে ছেড়ে দেওয়া হবে। সেখানে হবে পরমাণুর নাচন। রোহিনীর পরমাণুগুলো সূর্যের বুক থেকে বেছে বেছে পরমাণু নিয়ে আসবে, অমিনেষের পরমাণুগুলোও সূর্যের বুক থেকে বেছে বেছে পরমাণু নিয়ে আসবে।

অমিনেষের বাছা কিছু পরমাণুকে রোহিনী বলবে নাহ এই পরমাণুগুলোকে পছন্দ হচ্ছে না। আবার রোহিনীর বাছা কিছু পরমাণুকে আমিনেষ বলবে তুমি কি চাও তোমার সন্তান এই একগুচ্ছ পরমাণুর মত হোক, যারা এখনই নিজেদের মধ্যে চরম বিশৃংখলাতে লিপ্ত? রোহিনী বলবে বাচ্চাকাচ্চা একটু দুষ্ট হওয়াই ভাল, বেশী ঠান্ডা বাচ্চাকাচ্চা ভাল না। বাচ্চাকাচ্চা যদি ঝাপাঝাপিই না করল তবে আর কিসের বাচ্চাকাচ্চা! এভাবে নিজেদের মধ্যে অনেক্ষণ তর্ক-বিতর্ক করার পর যখন তারা একমত হবে তখন শুরু হবে তাদের আসল মিলন প্রক্রিয়া। আমিনেষ তারা হৃদপিন্ড থেকে পরিবর্তিত কিছু পরমাণু দেবে আনাগত সন্তানের জন্য। রোহিনী তার রক্ত থেকে কিছু পরমাণু দিবে অনাগত সন্তানের জন্য।

আমিনেষ আর রোহিনী দুজনই তাদের মস্তিষ্ক থেকে কিছু পরমাণু দিবে অনাগত সন্তানের জন্য। বাবা-মায়ের দুজনেরই কিছু স্মৃতিচিহ্ন সন্তানের মাথায় রেখে যাওয়ার জন্য এ ব্যাবস্থা। এভাবে তারা তাদের শরীরের প্রতিটি অংশ থেকে পরম মমতায় অল্প অল্প করে পরমাণু মিশ্রিত করে গড়ে তুলবে অনাগত সন্তানকে। যে সন্তান হবে তাদের শরীরেরই একাংশ। সূর্যের পরমানুগুলো আমিনেষ আর রোহিনীর পরমানুগুলোর সাথে মিলে গড়ে তুলবে আমিনেষ আর রোহিনীর জন্য সূর্যের সন্তান।

মহাবিশ্বের অপর এক প্রান্তে, নাম না জানা এক গ্রহে এক কৃষক সারাদিনের ঘামঝরা ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে আসছে। কৃষকের স্ত্রী......... (গল্পটা কোনদিকে নেব ঠিক করতে পারছি না। চিন্তা করছি। কল্পনাশক্তিকে বন্য রুপ দিতে পারছি না। তবে গল্পের একটা চরিত্রের নাম দিব আব্দুল করিম) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.