এসো, গল্প শোনাই।
গল্পটা ভার্সিটি জীবনের এবং আব্দুলকে নিয়ে। পরীক্ষার হলে আব্দুলের সিট আমার পিছনে পড়ছে।
আব্দুল যে কত্তোবড় চীজ্, সেটা জানতে তাকে নিয়া আমার আগের পোস্ট গুলো পড়তে পারেন।
১।
আমাদের আব্দুল
২। আমাদের আব্দুল-২
মাইনর কোর্স এর পরীক্ষা। ইংরেজী -১০২। কিছু MCQ টাইপের প্রশ্ন আসছে, যেগুলোর উত্তর খাতায় শুধু a/b/c/d লিখলেই চলবে।
আব্দুল প্রশ্নপত্র বিতরনের সময়টা নকলের একদম উপযুক্ত সময় ভেবে তার চারপাশের সবাইকে ডাকা ডাকি শুরু করলো।
বিরক্ত হয়ে কয়েকজন
আব্দুলকে বল্লো : দোস্ত, প্রশ্নটাতো একবার পড়্। এরপর কিছু না পারলে, তারপর ডাকিস।
আব্দুল: আরে! প্রশ্ন দেখার সময় নাই। যা পারস্, বল্।
কেউ আর আব্দুলকে আমল না দিয়ে, নিজ নিজ মত লেখা শুরু করে দিলো।
আব্দুল হাল ছাড়ার লোক না। আর কাউরে না পাইয়্যা ধরলো আমাকে।
আব্দুল: (ফিস ফিস করে) রেদু!!!
আমি: কি চাস্?
আব্দুল: MCQ গুলা পারস্?
আমি: না। আন্দাজে দাগাইছি।
আব্দুল: তাও বল্।
২ নম্বর টা বল্।
আমি: A
আব্দুল: ৩ ?
আমি: C
আব্দুল: ৪?
আমি: D
এরপর কিছুক্ষন আব্দুল চুপ। আমি দেখলাম, ৫ আর ৭ নম্বর টা পারি না।
আমি: আব্দুল??
আব্দুল: বল্।
আমি: ৫?
আব্দুল: বল্।
আমি: ৫?
আব্দুল: বল্।
আমি: ওই কানে শুনোস্ না? ৫?
আব্দুল: হ, শুনতাছি তো। বলতে থাক। ৫ নম্বরের উত্তর বল্।
ততক্ষনে আমার মন মেজাজ চরম খারাপ হয়ে গেছে।
আমি মাথা ঘুরায়ে দাত কিরমির করে বললাম: "শুয়োরের বাচ্চা!! মশকরা করস্? আমি তোরে ডাইকা ডাইকা উত্তর কমু তো, না?"
আব্দুল: ও...। আমারে তুই ৫ নম্বর জিগাইছোস্? আগে কবিনা??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।