থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
যদি বেখবর থাকেন, তাইলে আগে পড়ে দেখুন Click This Link এর পরে আসেন আলাপ করি।
২০০৭ সাল থেকে ২০০৮ সালের ভিতরে যে সব লোক বেশী পেইন খাইছিল, তাদের একজন হৈলেন অরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম। অনেক দূর্নীতির অভিযোগ ছিল উনার নামে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কারুকে অপরাধী বলা না কি আইনের চোখে অন্যায়।
সেই অর্থে উনি "প্রমাণিত" অপরাধী নন।
যাই হোক, এই বারে উনি অনেক টাকা ঢাললেন। আর পেয়ে গেলেন প্রায় ১ হাজার ২শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি বিদ্যুতকেন্দ্র নির্মাণের
ঠিকাদারী।
সেই অনুষ্ঠানে কিছু রসের আলাপ করেছেন আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুই অধিপতি। চোরা তৌফিক বলছে যে ৪০ বছরের ভিতরে সবচেয়ে বেশি বিদ্যুৎ এখন উৎপাদিত হচ্ছে।
আর চোরা তৌফিকে এসিস্টেন্ট অবসর প্রাপ্ত মেজর জেনারেল এনামুল হক বলছেন, "বর্তমানে যারা বিদ্যুতের সমস্যা তুলে ধরে এর সমালোচনা করছেন তারা হয়তো না জেনেই করছেন। গ্রামে এমন অনেক লোক রয়েছেন, যাদের বাড়িতে বিদ্যুতের লাইনও নেই। অথচ তারাও বিদ্যুত্ সমস্যা তুলে ধরে সরকারের সমালোচনা করেন। "
এনামুল সাহেবের কাছে প্রশ্ন, যাদের বাড়িতে বিদ্যুৎ নাই, তারা হলেন সবচেয়ে দরিদ্র মানুষ। এদের থাকারই জায়গা নাই, বিদ্যুৎ তো এদের জন্য মহার্ঘ্য বস্তু।
আর সরকার কি এদের সমালোচনা খুব শোনে বা "কেয়ার" করে?
বিদ্যুৎ নিয়ে যে সরকার লেজে-গোবরে অবস্থায় আছে, তা এই সব লোকেদের কথায় স্পষ্ট প্রমাণিত। যা হোক, আরো প্রায় দেড় বছর বাকি আছে এই সরকারের, সুতরাং অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোন উপায়ই নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।