যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে ভেবেছিলাম রমজান শুরু হয়েছে,অন্তত সংযমের উছিলায় হলেও বিভৎস নিউজ গুলা শুনা বন্ধ হবে,আমরা হয়তো এই এক মাস একটু ভাল মানুষ হয়ে যাব!! কিন্তু কিসের কি?চোরে না শুনে ধর্মের কাহিনী।দ্বিপদ পশুর সংখ্যাটা কেবল বেড়েই চলেছে,তিন বছরের বাচ্চাটাও নিরাপদ নয় কথিত শিক্ষা গুরুর কাছে! শেইম! সমাজের সব লেভেলে পৈশাচিকতা বাসা বেধেছে। রানের চিপার মাংশ পিন্ডের এত ক্ষুধা!!একটা ধর্ষক জাতিতে পরিণত হয়ে গেছি আমরা,আজব! কী কুৎসিত আমরা! ব্যভিচারের পরে লাশ ঝুলিয়ে রাখি,সেই লাশের ছবি ফলাও করে ছাপিয়ে দিই। কী দেশ এইটা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।