একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!
ড. ইউনুস-এর কোটি কোটি টাকা আত্মসাৎ সম্পর্কে বেশ কিছু দিন হলো আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। এক্ষেত্রে সাধারাণ জনগণের সাথে সাথে দেশের অর্থমন্ত্রী আবুল মাল মুহিত গত কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন। এবার তার সূত্র ধরে খোদ প্রধানমন্ত্রী এ বিষয়ে মুখ খুললেন। প্রধানমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন: "কেউ কখনও সত্যকে দীর্ঘ সময় লুকায়ে রাখতে পারে না, সত্য একদিন প্রকাশ পাবেই। " তিনি আরও বলেন: "যদি কর ফাকি দেয়ার জন্যে এধরনের কাজ করা হয়ে থাকে তবে সেটাও অনাকাংখিত।
তার সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। " এ পর্যন্ত আমার বিবেচনায় মার্জনীয় মন্তব্য হিসেবে মেনে নেয়া যায়। কিন্তু তার পর তিনি আরও বললেন: "ক্ষুদ্র ঋণ" প্রকল্পের মাধ্যমে গরীবরা প্রতারিত হচ্ছে। এর মাধ্যমে গরীবদের রক্ত চোষা হচ্ছে। " এখানেই আমার যত আপত্তি।
যদি তাই হয় প্রধানমন্ত্রী তাহলে আপনি এ দেশের অভিবাক হয়ে কেন এই কোটি কোটি মানুষের সাথে রপ্রতারণার প্রতিকারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি? কেন গ্রামীন ব্যংকের কার্যক্রম করমুক্ত করে তাদেরকে সাহায্য করে যাচ্ছেন? কেন এই রক্ত চোষাদের বিরুদ্ধে এতদিন কোন ব্যবস্থা নেননি? নোবেল পুরুস্কারের হর্তা-কর্তারাতো এদেশে থাকেন না। কিন্তু আপনিতো এদেশের প্রতিটা মানুষ সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন তাহলে দেশের জন্যে হেন করব, তেন করব না বলে দায়িত্ব ছেড়ে দেন। আপনি দূর্ভিক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন তা প্রশংসনীয়। কন্তিু অপরপক্ষে গরীবকে আরও গরীব করার যে ষড়যন্ত্র দীর্ঘদিন আপনার নাকের গোড়া চলে আসছে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? তাহলে কি এগুলো সব ফাঁকা গুলি? পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্যে?
এতে কি প্রমাণ হয় না যে, "চোরে চোরে মাসতুতো ভাই"?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।