আমাদের কথা খুঁজে নিন

   

চোরে চোরে মাসতুত ভাই



এন বি আর আর বসুন্ধরার গলায় গলায় ভাব। বিশেষ আদালত যেখানে বসুন্ধরাকে শাস্তি দিয়েছে, সেখানে এন বিআর খুঁজে বেড়াচ্ছে বসুন্ধরাকে কোন পথে রেহাই দেওয়া যায়। চোরের পক্ষে যারা সাফাই গেয়ে বেড়ায়, তারাও চোর আর এই চোরদের দিয়ে এন বিআর-এর মত প্রতিষ্ঠান চালানো সঠিক হচ্ছে কি, তা সরকারকে এ মূহুর্তেই ভাবতে হবে। এন বি আর-এর চোরেরা বসুন্ধরার মত ফাঁকিবাজদের টাকা খেয়ে যা তা করে চলবে, তা ত মেনে নেওয়া যায় না ও মেনে নেওয়া উচিতও নয়। তাহলে ত ক্ষুদ্র আয়করদাতাদের বিরুদ্ধে কোন কিছু করার এখতিয়ারের বৈধতা এন বি আর-এর থাকতে পারে না। বরঞ্চ এই অবৈধ চেষ্টা যারা করছে, তাদেরকে আইনের আওতায় এনে এদের যথোপযুক্ত শাস্তির বিধান করা উচিত। আশা করি রাষ্ট্রপতিও এহেন দুষ্টদের পক্ষপাতিত্ব করবেন না যদি কোন কারণে এসব শয়তানেরা পার পেতে তাঁর দ্বারস্থ হয়। বসুন্ধরা এক চোর আর তাকে রেহাই দিতে এন বি আর-এর যে সব কর্মকর্তা ও কর্মচারী আদা-জল খেয়ে লেগেছে, এরাও আরেক চোর। এসব চোরদের অবিলম্বে শাস্তি দেখতে চায় দেশবাসী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.