আমাদের কথা খুঁজে নিন

   

একজন মাহফুজকে ঘিরে কত কাণ্ড কিন্তু সব কাণ্ডজ্ঞানহীন হয়ে গেল! মামলা হলও তা প্রত্যাহার আবার মামলা

সাগর রুনি হত্যাকাণ্ডে গর্হিত মন্তব্য করেছেন তিনি। তারা নাকি পরকীয়ার বলি। এর পর দেশের সাংবাদিক মহল তাকে গ্রেফপতার করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানায়। এমনকি এটিএন বাংলাকে বয়কট ও পরে গণমাধ্যম থেকে বয়কট করা হয়। এরপর ঐ প্রসঙ্গ ধরেই প্রধানমন্ত্রীকে বাচাল বলা।

তা নিয়ে মানহানির মামলা করে যুবলীগ নেতা এমদাদ। কাল মামলা করে আজ তিনি তা প্রত্যাহার করে নিয়েছেন। কথা উঠেছে নানারকম তা নিয়ে। কিন্তু যে প্রশ্নটি এখানে খুব বড় হয়ে দেখা দিয়েছে। তা হলো বাংলাদেশের বলিষ্ট রাজনীতিক ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাচাল বলার পরও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই বা তার বিরুদ্ধে কোন এ্যাকশন নেই এটা কি করে সম্ভব ।

তাহলে কি ধরে নেয়া হবে তিনি আওয়ামী লীগেরই লোক যেমনটি বিচারপতি শামুসদ্দিন চৌধুরী মানিক স্পিকারকে নিয়ে কড়া মন্তব্য করেও বেচে গেলেন। আসলে কি প্রধানমন্ত্রীর কোনো মর্যাদা নেই। অনেকে মনে করছেন আসলেও তাই- মাহফুজুরের কিচ্ছু হবে না । তাহলে কতোটা শক্তিধর তিনি !!!! তবে আবারও মামলা হয়েছে তার বিরুদ্ধে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে আরো দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সিলেট ও নড়াইলে নতুন করে এ দু’টি মামলা দায়ের হয়েছে। এর আগে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আরো একটি মামলা দায়ের করেছেন। তবে, সবার আগে এ ইস্যুতে মামলা হয়েছে ঢাকার আদালতে। অবশ্য, আজ তা প্রত্যাহার করাও হয়েছে। মাহফুজের বিরুদ্ধে ঢাকায় দায়ের করা মামলার বাদী অসুস্থতার কথা বলে আজ (বৃহস্পতিবার) মামলাটি তুলে নেন।

নড়াইলের মামলায় এরইমধ্যে আদালত মাহফুজুর রহমানকে তলব করেছে। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এম এম কামরুজ্জামান আজ নড়াইলের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়েরের পর বিচারক মো. সালেহুজ্জামান আগামী ৫ সেপ্টেম্বর মাহফুজকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার বাদী কামরুজ্জামানের আইনজীবী সরদার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী সম্পর্কে আসামির মন্তব্য অবমাননাকর, অসম্মানজনক এবং এতে দেশের জন্য মারাত্মক ক্ষতি হয়েছে। তার এ মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। ” এ সপ্তাহে একুশে টেলিভিশনে প্রচারিত এক ভিডিওি চিত্রে দেখানো হয়েছে যে, মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলেছেন।

গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেফতারের দাবি ওঠে। এ নিয়ে আজ সিলেটেও একটি মামলা রুজু হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য এবং সিলেটবাসীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় মাহফুজের বিরুদ্ধে সিলেট জনস্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আখলাক আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।

বাদীর আইনজীবী বন্ধু গোপাল দাস সাংবাদিকদের জানান, বিচারক আবু সৈয়দ মোহাম্মদ দিলজার হোসেন মামলাটি আমলে নিয়ে সিলেট কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। লন্ডনে একই অনুষ্ঠানে সিলেটবাসীকে ‘অশিক্ষিত’ বলেও বিদ্রুপ করেন মাহফুজ। মামলায় বাদি আখলাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী, সাগর-রুনি এবং সিলেটবাসীকে নিয়ে মাহফুজুর রহমানের এ বক্তব্যে সিলেট তথা রাষ্ট্রের ভাবমর্যাদা বিনষ্ট হয়েছে। ” তার বক্তব্য আশালীন ও কুরুচিপুর্ণ বলেও উল্লেখ করেন আখলাক আহমদ। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.