আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী ক্রিকেটার জুয়াই খেলে না, তারা নিজ দেশের সরকারে সাথেও প্রতারনা করে!!!!!! হালারা কি কোনদিন ও মানুষ হবে না??????

ঢেকী স্বর্গ গেলেও ধান ভানে! আর কুকুরকে বিরিয়ানী খেতে দিলেও সে গু (পায়খানা) খায়। তার প্রমান আবারও দিল পাকিস্তানী ক্রিকেটার রা। আয়কর জমা দেয়ার ব্যাপারে অনিয়মের কারণে পাকিস্তানের ছয় জন তারকা ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর)। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক, টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ এবং আজহার আলী, তৌফিক উমর, উমর আকমল ও ওয়াহাব রিয়াজকে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে এফবিআর। এফবিআর মুখপাত্র রিফাত শাহীন বলেন, “আয়কর বিবরণীতে সঠিক তথ্য না দেয়া বা আয়কর রিটার্নের ঘর পূরণ না করা ছয় ক্রিকেটারকে ৩০ দিনের সময়-সীমা বেঁধে দিয়ে আমরা নোটিশ পাঠিয়েছি।” এফবিআর জানিয়েছে, ওয়াহাবের কোনো জাতীয় আয়কর নম্বর নেই। হাফিজ, উমর আকমল ও তৌফিক উমর ২০১০-১১ অর্থ বছরের আয়কর জমা দেননি। মিসবাহ শুধু ২০১০ সালের আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর আজহার আলী তার আয়ের পূর্ণ বিবরণ প্রকাশ করেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.