আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী নাটকই পুন:অভিনিত হল

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

আগে এই লেখাটা পড়ে আসুন - Click This Link এই লেখায় আমার প্রশ্ন ছিল নাটকের ষেশ অংশে কী ঘটতে যাচ্ছে। এ'খন উত্তরটা পাওয়া গেছে। পাকিস্তানে বেনজীর ভুট্টকে যে মিশন দিয়ে পাঠান হয়েছিল দেশে ফিরে দেশের মানুষের মনোভাব বুঝতে পেরে তিনি তার সেই মিশন থেকে সরে আসার ইঙ্গীত দিয়েছিলেন। নেওয়াজ শরীফের সাথে একত্রে পারভেজ মোশাররফের বিরুদ্ধে অবস্থান নেয়ার মাত্র কিছু দিনের মধ্যেই তাকে প্রান দিতে হয়েছিল। তা'ছাড়া সেখানে পি.পি.পিকে জিতিয়ে আনার জন্যও এই শোকের প্রয়োজন ছিল।

কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা যে মিশন নিয়ে ফিরেছিলেন তা থেকে কখনই সরে আসেন নি। বরং নির্বাচনী মেনিফেস্টোতে বলেছেন যে তিনি বিজয়ী হলে জরুরী সরকারকে বৈধতা দেবেন, চট্টগ্রাম বন্দর খুলে দেবেন, টাস্কফোর্সের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে দেশের মধ্যে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সুযোগ দেবেন, দেশের মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন করবেন ইত্যাদি ইত্যাদি। আর পরাশক্তি হিসেব করে দেখেছে গত দুই বছরে বি.এন.পির সাংগঠনিক কাঠামো যেভাবে তছনছ করে দেয়া হয়েছে, সকল মিডিয়ায় যেভাবে একতরফা প্রচারণা চালান হয়েছে, যুদ্ধাপরাধ ইসুকে যেভাবে উপস্থাপন করা গেছে এবং সর্বপরি বিশ্ব মন্দার কারণে দ্রব্যমুল্য কমার যে সম্ভাবনা দেখা দিয়েছে তাকে কাজে লাগিয়েই আওয়ামী লীগকে জিতিয়ে আনা খুবই সম্ভব। কিন্তু তার পরও তারা রিস্ক নিতে চায়নি, এজন্যই এরশাদ যখন মহাজোট থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন তখন তাকে পুনোরায় মহাজোটে ফিরে আসতে বাধ্য করা হয়েছে - এ'জন্য প্রার্থিতা প্রত্যাহারের সময় রাত ১০টা পর্যন্ত বাড়ান হয়। তা না হলে এরশাদ যে দাবিতে মহাজোট থেকে বেড়িয়ে আসার ঘোষনা দিয়েছিলেন- জাতীয় পার্টির সকল আসনে থেকে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার - তার বাস্তবায়ন ছাড়াই মহাজোটে ফিরে আসার আর কোন কারণ আছে বলে মনে হয় না।

এ'ভাবে আওয়ামী লীগের ২০০ শতাধিক আসন মোটামুটি নিশ্চিত হয়ে যাবার কারণেই শেখ হাসিনাকে বেনজীর ভুট্টোর পরিনতি বরণ করতে হয় নি। কথায় বলে শেষ ভাল যার সব ভাল তার। জরুরী সরকার আগের কয়েকটা মিশনে ব্যার্থ হলেও রক্তপাতহীন ভাবে পাকিস্তানে অভিনিত নাটকের পুন:অভিনয় সম্পন্য করার ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছে তার জন্য ধন্যবাদ পেতেই পারে। এই পর্যালোচনার ভিত্তিতে নিকট ভবিষ্যতে বাংলাদেশে যা ঘটতে যাচ্ছে বলে মনে হয় - ১. দ্রব্যমুল্য কিছুটা কমবে - প্রধানত আন্তর্জাতিক বাজারে তেলসহ অধিকাংশ জিনিসের মুল্য পতনের কারনে এবং জরুরী অবস্থা উঠে যাবার ফলে ব্যাবসায়ীদের আস্থাশীলতার সাথে বিনিয়োগ করার কারণে। সুতরাং আওয়ামী লীগ জোরের সাথে প্রচার করতে পারবে যে তাদের দেয়া প্রতিশ্রুতি পুরোন হতে শুরু করেছে।

২. জরুরী সরকার গত দুই বছরে যে দুটি ভাল কাজ করেছে তার প্রথমটি ছবিসহ ভোটার তালিকা এবং দ্বিতীয়টি চট্টগ্রাম বন্দরের সংস্কার। সুতরাং চট্টগ্রাম বন্দর মোটামুটি প্রস্তুত হয়েই আছে - এখন স্বল্পতম সময়ে একে এশিয়ার জন্য উম্মুক্ত ঘোষনা করার মাধ্যমে ভারতের অনেক দিনের একটা দাবি পুরোন করা হবে। ৩. জরুরী সরকার ভারতের জন্য এয়ার ট্রাঞ্জিট দেয়ার পাসাপাসি ঢাকা কলকাতা রেল যোগাযোগ চালু করেছে। এ'খন ঢাকা আগরতলা ট্রেন চালু হলেই স্থল ট্রাঞ্জিটও হয়ে যাবে। ৪. দেশের বিভিন্ন স্থানে আবার বোমা হামলা শুরু হতে পারে, সন্ত্রাস বিরোধী দক্ষিন এশিয়ান টাস্কফোর্স গঠনকে ত্বরান্মিত ও যৌক্তিক করার জন্য।

তাহলে অচিরেই হয়ত আমরা ইন্ডিয়ান সামরিক বাহীনিকে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় অভিজান চালাতে দেখব - যেমনটা মার্কিন বাহিনী করছে পাকিস্তানে। এ'ছাড়া ভারতের তথা পরাশক্তির স্বার্থে আর কি কি করতে বাধ্য হয় সেটাই দেখার বিষয়। আমার আগের লেখাটায় বাংলার জনগনকে আপোসকামী বলায় ২৩টা মাইনাস আর মাত্র ১টা প্লাস পেয়েছি। এই লেখায় মাইনাসের সংখ্যা আরো বাড়বে বলেই আশা করছি - তবে যদি আপনি কথাগুলো মনে রাখেন তাহলে অদুর ভবিষ্যতে হয়ত সেই মাইনাসটাকে প্লাস বানানোর ইচ্ছা হবে - কিন্তু স.ই. কর্তৃপক্ষ সেই সুযোগ রাখেনি। সুতারং মাইনাস দেবার আগে একটু ভেবে চিন্তে দেয়ার অনুরোধ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.