আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী শাসন ও আমাদের সরকার

নিশাচর-- নিরবে, নিভৃতে কাজ করে যেতে চাই মানবের তরে.।

একটা কৌতুক দিয়ে শুরু করি। দুই জন লোক গল্প করছে- প্রথম লোক: জানিস একটা এক হাত লম্বা পুকুরে দেড় হাত লম্বা মাছ পওয়া গেছে। দ্বিতীয় লোক: কোন শালার বাচ্ছা এই চাপাবাজি করেছে? প্রথম লোক: সকালে তোর বাবাই তো বলল! দ্বিতীয় লোক: ও তাই নাকি, হতেও পারে। হয়তো লেজ বাঁকা করে ছিল! এই বেপারটা আমাদের মধ্যে নতুন নয়।

আমরা নিজেরা সব সময়ই ভালো। যত দোষ সবই বাদ বাকীদের! আড়িয়াল বিলের বিমান বন্দর নির্মাণ নিয়ে অনেক কিছু ঘটে গেছে। গতকালের(৩১ জানুয়ারী) ঘটনাটা সবচেয়ে দুঃখজনক। কিন্তু কেন এমন হলো? কেন তাদেরকে মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেওয়া হয়নি? তাদের বিরুদ্ধে মামলা-ই বা করা হলো কেন? স্বাধীনতার পূর্বের ইতিহাস গুলো একটু স্বরণ করি। জনতা আন্দোলন করেছে পাকিস্তানীদের দুঃশ্বাসনের বিরূদ্ধে।

আন্দোলনের নেতৃত্বে ছিল বর্তমান ক্ষমতাসীন দল। এখনকার কিছু ঘটনায় চোখ বুলাই। ১। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন করায় পুলিশের নির্বিচার গুলিতে মানুষ প্রাণ হারালো। ২।

ফুলবাড়িয়ায় পূর্ব পুরুষদের ভিটামাটি রক্ষা করতেও প্রাণ দিল মানুষ। ৩। সর্বশেষ আড়িয়াল বিলে জোর করে মানুষের জীবিকার উপকরণ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন আরো অনেক ঘটনা আছে। দুঃখের বিষয় দুই নম্বর ঘটনার সময় যিনি সরকার প্রধান ছিলেন তিনিই কিছুদিন আগে একটি অবৈধ বাড়ির জন্য হরতালের মতো কর্মসূচি দিয়েছিলেন! পাকিস্তানী শাসনের সময় এদেশের মানুষদেরকে তাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে।

এখনো যদি তারই পুণরাবৃত্তি হয় তাহলে আমরা ভালো আছি কোথায়? রাজনৈতিক দল গুলোকে বলব আরব দেশগুলোর দিকে নজর দেন। বর্তমান সরকার যে তরুণদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে সে তরুণরা ক্ষেপে গেলে কিন্তু খবর আছে। রিজোয়ান আহমেদ তুহিন। শিক্ষার্থী, নটরডেম কলেজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.