আমার নবজাত সন্তান 'অয়ন্তি' জন্মের পর কয়েকদিন হাসপাতালে থেকেছে। তাকে পালা করে দেখভাল করার দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকজন মিডওয়াইভ। তাদের একজন পাকিস্তানী তরুনী 'আবেদা আফজাল'। হঠাৎ সে আমাকে বললো তোমাদের দেশে তো অনেক গন্ডগোল হচ্ছে, কেন? আমি বললাম আরেকজন যুদ্ধাপরাধীকে ফাঁসি দেয়া হয়েছে তাই। তার সমর্থকরা পুরো দেশে তান্ডব চালাচ্ছে। সে বললো যুদ্ধাপরাধীর আবার সমর্থক আছে নাকি তোমাদের দেশে? যুদ্ধাপরাধীরা পাকিস্তানী না? আমি বললাম না ওরা বাংলাদেশের মানুষ। আবেদা অবাক বিস্ময়ে বললো, তোমাদের দেশের মানুষ তোমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিলো! কি বলো -দ্য আর সিরিয়াস ক্রিমিনাল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।