ব্রিটিশ শাসিত বাঙ্গালীদের জীবনাচরন,বীরত্ত্ব,ভীরুতা,সাংস্কৃতিক কাঠামো পর্যালোচনা করে জনৈক ব্রিটিশ লেখক মন্তব্য করেছিলেন, “ বাঙ্গালীরা একাকী ভীরু অসহায় কিন্তু সম্মিলিতভাবে হিংস্র”। তখনকার প্রেক্ষাপটে কথাটি কতখানি সত্য তা আলোচনা সাপেক্ষ হলেও বর্তমান প্রেক্ষাপটে যে শতভাগ সত্য এ কথা নির্দ্বিধায় বলার জন্য ব্রিটিশ রাইটার হওয়া লাগেনা,এ দেশের নির্যাতিত আম জনতাই যথেষ্ঠ। আনন্দের উপলক্ষ্যে জড়ো হওয়া আমাদের “পবিত্র” আত্নাগুলি যে প্রেতাত্না হয়ে ওঠে তা আমরা এদেশের নির্বাচন পরবর্তী বিজয়ী দলের উল্লাস বেঁধে প্রতিহিংসা চরিতার্থ করার মধ্যে টের পাই। টের পাই নির্যাতিত গার্মেন্টস্ শ্রমিকদের অধিকার আদায়ে দল বেঁধে সংগ্রামের এক পর্যায়ে মার্কেট লুটের ঘটনায়। কিংবা পহেলা বৈশাখের বিজাতীয় উল্লাসে সম্মিলিত যুবতী ধর্ষনের ঘটনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।