আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাঙ্গালীরা না হয় মেনে নিলাম,কিন্তু অন্য জাতি হলে কি মেনে নিতো? (পর্ব-১ )

কথাগুলো মনে হয় শ্বাসনালীতে এসে আটকে থাকে,। বের হতে চায় না। কেনই বা বের হতে চাইবে, কে চাই বেডরুমে খুন অথবা রাস্তায় গুম হতে। আমার পরিবার তো আমার দিকেই তাকিয়ে আছে, তাকিয়ে আমার উজ্জল ভবিষ্যৎ দেখার জন্য। কিন্তু আমি ছাগলের তিন নাম্বার বাচ্চার মত কি সব চিন্তা করতেছি।

মাঝে মাঝে কথাগুলো শ্বাসরোধ করে বলে “বের হতে দে..., আর কত আটকে রাখবি?” আমার মনে হয় শুধু আমি না , আমার মত অনেক ছেলে আছে যারা আমার মত করে এই কথাগুলো চিন্তা করে। ঘুম থেকে উঠে মনে হয়, যাক ঘুমে তো মরে যাইনি বা মেরে ফেলেনি। উপরওয়ালার প্রতি চরম কৃতজ্ঞ। আর অবচেতন মন বলে ওই ছাগল “দ্রুত অফিস এ যা”। আমিও ভাবি নাহ তারাতারি যেতে হবে।

রাস্তায় বের হলাম, কিন্তু আমিতো ধনিক শ্রেনির কেও না, আমার তো গাড়ি নাই। আমি তারাতারি কিভাবে যাবো? খুব চিন্তা করেই একটা রিকশাকে জিজ্ঞাসা করলাম ভাই যাবেন নাকি,ভাড়া কত দিব? - ৯০ টেহা দিয়েন। আকাশ থেকে না পড়লেও দোতলা থেকে যে পরেছি টা নিশ্চিত। বলে কি? ৬০ টাকা সর্বোচ্চ ভাড়া । থাক বাদ , রিক্সা তে যাবো না।

উঠলাম টমটম নামক ব্যাটারি গাড়িতে। যথাস্থানে নেমে বাশ (বাস) এর জন্য অপেক্ষা করছি। কি আর বলব , মাঝে মাঝে মনে হয় হেটেই চলে যাই। সম্মানিত বাশ মালিকেরা আমাকে আবার ২০ টাকার একটা বাশ দিবে যদিও রাস্তা ২ কিমি। অফিসের কথা আর কি বলব, পুরাই চাটুকারে ভরা।

আপনারা আবার ভাইবেন না যে, বস এর চাতুকারিতা। এতা তারও বাপ এর চাটুকারিতা। সবাই নানা বাবা আর বোনের চাটুকারিতাই করে। খুব খারাপ লাগে, মনে লয় শালাগো াছাতে চিকন জালি বেত দিয়া ঠাস ঠাস করে মারি। কিছু একটা করবি সেটাও কি আপার কাছে জানাইতে হইব? জানাবিতো অবশ্যই, তবে ওই টাকলু মামারে কেন, মেঙ্গো জনতারে জানা।

(চলবে) বিঃদ্রঃ কারো ব্যক্তিগত বা কর্মজিবনের সাথে এই কথাগুলো মিলে গেলে সকল দায়িত্ব উক্ত পাঠকের উপর বর্তাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.