আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাঙ্গালীরা আসলে কি চাই।।।।



আমরা বাঙ্গালীরা আসলে কি চাই , আমাদের আগে তা জানতে হবে..... আমরা কি আমাদের অতীত ইতিহাস আকড়ে ধরে থাকবো , নাকি তা ভুলে গিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবো,,,,,,,,,,,, নাকি অতীত ইতিহাস আকড়ে ধরে অতীত আর নতুনের সম্বনয়ে এক ইতিহাস সৃষ্টি করবো,,,,,,,,,,,,,,,, বিশ্বকাপ আসার পর থেকে নাকি ফেব্রুয়ারী মাস নাকি মার্চ মাস আসার পর থেকে আমাদের কিছু লেখক নানা ভাবে আমাদের ইতিহাস স্বীকার করে আবার কেউ অ-স্বীকার করে নানা ধরনের লেখা লেখে যাচ্ছেন,,,,,,, যা কিনা বগ্লে এক ধরনের নোংরামী চলে আসসে,,,,,,,,,,,,, এবং আমরা নিজেরা নিজেরা ও কুলিষিত হচ্ছি,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এতে করে অনেকেই আমাদের দূর্বলতার সুযোগ নিয়ে মিট মিটাইয়া হাসা হাসি করছে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, তাই আমার বিশেষ অনুরোধ রইল -------------- আমরা নিজেদের বেশি বেশি জাহির করতে গিয়ে নিজেরাই যেন অপমানিত হয়ে না যায়,....... (একটা কৌতুক শুনেছিলাম,,,,,,,,,,,,,,, কোন একটা ঘটনার জন্য ছেলে আর ছেলের বাপের বিচার হচ্ছে।। সেখানে বিচারক রায় দিলো ছেলের বাপকে ৫০টা জুতার বাড়ি আর ছেলেকে পায়ে ধরে মাফ চাইতে বলে বায়ের ঘোষনা দিয়ে দিলো।।। তো ছেলের এক বন্ধু ছেলেকে জিজ্ঞাস করল, বিচারে কি হইছে......... :::ছেলে বলল জানাস মানির মান আল্লাহই রাখে..... :: মানে.... :: মানে আবার কি,,,,,,,, আমার বাপেরে ৫০টা জুতার বাড়ি দিসে আর আমারে কিছুই বলে নাই........................ বন্ধুটি তো থ হয়ে তার দিকে চেয়ে রইল..........) আমি বলতে চাইছিলাম আরকি আমাদের অবস্থা যেন কোন ভাবেই এই রকম হয়ে না যায়..........।।।। সবাই জন্য শুভ কামনা......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.