সস্থিতিশীলতা , সাম্য, সৌহার্য্য
পর্দা উঠলো টি-20 বিশ্বকাপ ২০১৪ এর । বিশ্বকাপের মত এত বড় একটি আসরের আয়োজক হিসেবে আমরা গর্বিত । আশা করি সফল ভাবে এই ইভেন্ট টি আয়োজন করতে পারবে বাংলাদেশ । সেই সামর্থ্য ও আত্মবিশ্বাস আছে .......এটার প্রমাণ দিয়েছে আগে। তবে এই বড় বড় আসরগুলোতে কোন জাতি বা দেশের একটা সুযোগ থাকে তাদের নিজস্ব শিল্প , সংস্কৃতি , এতিহ্য বিশ্ব বাসীকে দেখানোর ।
আমরা কি সেই সুযোগ টুকু হেলায় হারাব নাকি ......বিদেশী সংস্কৃতির বিকাশে অবদান রাখব । আমরা সস্তা প্রশংসার জন্য বারবার ২য়টিই বেছে নিয়েছি। তাতে বস্তুত কিছু লাভ হয়েছে এতেই আমাদের পরিতৃপ্ত মনে হচ্ছে । হা এটা করা যেতে পারে তবে মুল আকর্ষন যদি থাকত আমাদের সংস্কৃতি এবং আমাদের শিল্পীরা আর বিদেশীরা আসত মেহমান হিসেবে । কিন্তু অবস্থাদৃষ্টে মতে হয়ে আমাদের শিল্পীরাই মেহমান .........তবে তারা মেহমান হলেও মেহমান এর নূন্যতম কদরও দিতে জানি না ।
এটা প্রকাশ্যে /অন স্টেজে এদেশের নক্ষত্র শিল্পী আইয়ূব বাচ্চুর মুখ থেকে শোনা গেল । কতটা অভিমান থাকলে এজন গুণী শিল্পী এভাবে বলতে পারে ...........অনেক বলতে পারেন অভিমান করলও তো বয়েই গেল !!!তোমাদের চেয়ে বিদেশীরা অনেক মানসম্মত অনেক স্কিলফুল .....হা তারা তাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে । তাই বলে যে দেশেই আমাদের জন্ম যারা বর্হিবিশ্বি আমাদের পরিচিতি এনে দিয়েছে তাদেরকে তো অবহেলা করতে পারিনা । পাশ্ববর্তী দেশে আমাদের যে শিল্পীকে অনেক উচু মাপের ভাবা হয় আমাদের কাছে তা জিরো ..............ধার করে দু-এক দিন চলা যায় বেশি দিন নয় তাতে মর্যাদা বাড়ে না কমে .............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।