যার সত্য কথা বলার সাহস নাই , তার মিথ্যা কথা বলার অধিকার নেই । আচ্ছা আমরা কোন প্রকৃতির মানুষ? না মানে মানুষের ত কিছু ক্যাটাগরি থাকে আমরা বাঙ্গালিরা কোন ক্যাটাগরির?
প্রথমে আসি সাগর রুনি হত্যাকান্ড। কয়েকদিন সাংবাদিকরা এন করবে তেন করবে। কি করেছে বাল ছিড়ে এখন সবাই ঘরে বসে আবার সেই হলুদ সাংবাদিকতায় মন দিয়েছে। এখন কেউ এটা নিয়া লাফায় না।
তারপর আসি মিরসরাই ট্র্যাজেডির কথায়। আটচল্লিশটা স্কুল ছাত্র একসাথে মারা গেল। কয়েকদিন নিরাপদ সড়ক চাই এন চাই তেন চাই। এখন সবাই মিরসরাই ট্র্যাজেডির কথা ভুলেই গেছি। অন্তিম স্মৃতি স্তম্বের ভিত্তি প্রস্তর হলেও আজ দু বছর হলো এর কাজের কোন খবর নাই।
কেউ এখন আর এটা নিয়ে মাথা ঘামাতে দেখিনা। মিরসরাই বাসির দাবি দিনটাকে নিরাপদ সড়ক দিবস করতে হবে আজ দুই বছর হয়ে গেল এখনো এর কোন খবর নাই। এখন আর মিরসারাই নিয়ে কলাম বা ব্লগ লেখেনা। সবাই নিজ কার্য সম্পাদনে,আর নতুন টপিক খুজতে ব্যাস্ত।
এরপর আসি,বিশ্বজিত হত্যা কান্ড।
কি হয়েছে সাকিলের? শাকিল কি জেলে বিরিয়ানি আর গাঞ্জাটানে এর কোন খবর রেখেছি আমরা?রাখিনি।
এরপর আসি গনজাগরন মঞ্চ। কয়েকদিন কি ফালাফালি রাজাকারের পু*** ফেলুম। বাল ছিরুম আরো কত কি। এখন সাঈদির আপিল হয়েছে এখনো রায় হয়না কেন? নিজামির কি খবর ? সাকার কি খবর? কেউ কি খবর রাখেন? এই সরকার আর বেশিদিন ক্ষমতায় নাই ক্ষমতা বদল হলে এরা ছাড়া পেয়ে যাবে।
এদের রায় তাড়াতাড়ি দেয়ার জন্য এখন আর গনজাগরন মঞ্চ রাস্তায় নামেনা। বাপ্পা মজুমদারো আর বাল পাকনা কথা বলেনা। সব টিভি চ্যানেলেই ইসলামী ব্যাংকের অ্যাড দেখি। এসব এখন ব্যাকডেটেড টপিক।
আচ্ছা গনজাগরন মঞ্চ থাবার হত্যা কারিদের কি হলো? আর সেই ফারাবিরি বা কি অবস্থা জানো? জানোনা আর জানার দরকারো মনে করনা।
এরপর আসি রানা প্লাজার কথা। আহারে কিযে অবস্থা ছিলো হোমপেজের এই জন টিউশনির টাকা দিছে,এইজন রক্ত দিছে। কয়েকশ রানা প্লাজা এখনো দেশের মাটিতে দাড়িয়ে আছে কারো কোন মাথা ব্যাথা নেই। রানা আর মুরাদ জংএরি বা কি হলো কেউ কি জানো? নাহ জানোনা। আর জানার দরকারো মনে করোনা।
সরকার কোটি কোটি টাকা অনুদান নিলো সেই টাকা কই গেল? ভুক্তভোগিরা এখনো সহোযোগিতা পায় নাই। এখনো বিজিএমই এর সামনে মাথা ঠুকছে সে বিষয়ে কারো কোন মাথা ব্যথা নেই। সেই মুন্নি সাহাও এখন কারো অনুভূতি জানতে চায় না।
নারীনির্যাতন বিরোধি আন্দোলনের কি খবর? একটা সমাবেশ হলো। রাসেল না কোন বাল ছাল বক্তব্য দিলো সেটা কে কেন্দ্র করে সব পন্ড হয়ে গেল।
সেই ধর্ষিতা গুলুর অবস্থা গুলু কেউ কি জানেন এখন? নাহ জানেন না। আমরা কি এদের কোন উপকার করতে পেরেছি? না পারিনি। বরং আরো একবার ভার্চুয়াল ধর্ষন করেছি।
একেকটা আন্দোলন কিছু দিয়ে গেছে আমাদের?
হ্যা দিয়ে গেছে একেকটা সেলিব্রেটি দিয়ে গেছে। এখন আপনিই বলুন আমরা কোন ক্যাটাগরির মানুষ?
আমরা কি মানুষের কোন ক্যাটাগরির মধ্যে পড়ি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।