একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন কাগজ-কলমে এগারোজন পর্তুগিজের বিপক্ষে মাঠে নামছে স্পেন। কিন্তু তাদের শিবিরের রণ প্রস্তুতি শুধু একজনকে মোকাবেলা করার জন্য। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৪ ইউরোর ফাইনাল। ঘরের মাটিতে গ্রিক রূপকথার সামনে নতি স্বীকার করল লুইস ফিগো, নুনো গোমেজ, রুই কস্তাদের পর্তুগাল।
ওই দলে রোনালদোও ছিলেন; কিন্তু তখন তার বয়স মাত্র ১৯ বছর। আট বছর পর আবারও ইউরোর ফাইনালে পেঁৗছানোর হাতছানি তার সামনে। মাঝের এ সময়ে অনেক চড়াই-উতড়াই পেরিয়ে রোনালদো এখন পরিণত। তিন গোল করে প্রায় একক নৈপুণ্যে পর্তুগালকে সেমিফাইনালে তুলেছেন ২৭ বছর বয়সী এ তারকা। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ স্পেন শিবিরের বেশিরভাগ যোদ্ধাই চেনা।
কেউ তার রিয়াল মাদ্রিদ সতীর্থ, কেউ আবার প্রতিপক্ষ বার্সেলোনার সদস্য। রোনালদো তাই জানালেন কোনো চাপ নেই তার। 'এ খেলাটি আমার জীবনের অংশ। আমি এতে অভ্যস্ত হয়ে পড়েছি। দায়িত্ব আছে; কিন্তু কোনো চাপ নেই'_ বলেন পর্তুগিজ অধিনায়ক।
দোনেতস্কে রোনালদোর প্রতিপক্ষ শুধুই স্পেন নয়, লিওনেল মেসিও! বার্সেলোনা তারকা যে সমর্থন জানিয়েছেন স্পেনকে। ইউরোর শুরু থেকেই রোনালদোকে ভক্তরা খেপিয়ে তুলছেন 'মেসি, মেসি' নামে চিৎকার করে। তাতে আদতে লাভই হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। প্রতিদ্বন্দ্বীর নাম যত শুনেছেন তত ধার বেড়েছে তার। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর সাংবাদিকদের প্রশ্নবাণে তটস্থ রোনালদোও বলেন, 'জানেন তো, গত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে মেসি।
'
ইউরোর শিরোপা এখনও অধরা পর্তুগালের। ফিগো, রুই কস্তা, ডেকোদের 'সোনালি প্রজন্ম' গত হওয়ার পর শুধু রোনালদো নামক মাস্তুলে ভরসা করেই আশার পাল ছুটিয়েছে পর্তুগিজরা। এবারও তাদের সব ভরসা 'সিআরসেভেন'কে ঘিরেই। শিরোপা যদি জিততে পারলে তো কথাই নেই, মেসির কাছে হারানো জমিনের বেশ কিছু অংশ ফিরে পাবেন রোনালদো।
রোনালদো শিরোপা জিততে পারবেন কি-না তা সময়ই বলে দেবে।
কিন্তু এর আগে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নদের হারাতে পারলে সেটিও কম প্রাপ্তি হবে না রোনালদোর জন্য। সেই জয়কে চোখের মণি করে তিনি বলেন, 'এটা খুবই কঠিন লড়াই। স্পেনকে হারাতে নিজেদের সর্বস্ব ঢেলে দিতে হবে। তবে অন্যান্য ম্যাচের আগে যেভাবে প্রস্তুতি নিই আমরা, স্পেনের বিপক্ষেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। বেশি কিছু করার প্রয়োজন নেই।
'
অনলাইনে লাইভ দেখতে ভিজিট করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।