টলিউড থেকে বলিউডে যাওয়ার জন্য এবার তৈরি স্বস্তিকা মুখোপাধ্যায়। বিদ্যা বালান ও ইরফান খানের সঙ্গেই তার এই নতুন যাত্রা। ছবির পরিচালক সুজয় ঘোষ হলেও দিবাকর মুখোপাধ্যায়ের ছবিতেও দেখা যেতে পারে স্বস্তিকাকে। কিছু দিন আগে বলিউডে যাওয়া নিয়ে তুমুল উত্তেজনা ছিল অভিনেত্রী পাওলির মধ্যে। দিনে মাত্র একটা আপেল খেয়ে ছিপছিপে হলেন পাওলি।
বিক্রম ভাটের সঙ্গে হাত মিলিয়ে 'হেইট স্টোরি' অভিনয় করলেন! পাওলির খোলামেলা শরীর আর মন উজাড় করা অভিনয় দেখে লোকের চোখের খিদে মিটলেও, বঙ্ অফিসে ছবি পড়ল মুখ থুবড়ে। এরপর বিক্রমের আরেক ছবি 'অঙ্কুর অরোরা মার্ডার কেস'। সেই ছবিও হিট করল না। শেষে ধীরে ধীরে ঘরের মেয়ের ঘরে ফেরা। তবে পাওলিতে বিশ্বাসী নয়, এবার ঘরে বসেই কোমর বেঁধে বলিউডে যেতে তৈরি হলেন স্বস্তিকা।
আগে হাতে চিত্রনাট্য, পরে উড়ে যাওয়া মুম্বাই। কিন্তু পরিচালক সুজয় ঘোষ মুম্বাইয়ে নয়, বরং কলকাতায় আসছেন শুটিং করতে। 'কাহানি' ছবির পর সুজয়ের এটাই নতুন ছবি। আবার ছবিতে তার প্রিয় শহর কলকাতা। তবে স্বস্তিকা কেন? জানা গেছে, সুজয়ের ছবিতে বলিউড অভিনেতা ইরফান খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য টলিউডের বহু অভিনেত্রী অডিশন দিয়েছিলেন।
কিন্তু সব অভিনেত্রীদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন স্বস্তিকা। অন্য সূত্র বলে, এগিয়ে নয়, স্বস্তিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে স্বস্তিকা এ ব্যাপারে আপাতত কিছুই জানাতে চাননি। জানাতে চাননি দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবিতে অভিনয়ের কথাও। পুরোপুরি মুখে কুলুপ এঁটে আছেন।
হয়তো সবাইকে চমকে দিতে চান স্বস্তিকা মুখোপাধ্যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।