আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকুর প্রস্তুত, তবে...

বিসিবি অধিনায়কত্বের মালা পরালে সেটা পরবেন মুশফিকুর রহিম। কিন্তু যে ঘটনাবলির ধারাবাহিকতায় ওই মালা পরার পর্বটা তাঁর সামনে আসবে, তাতে কি বোর্ডের সঙ্গে একমত হতে পারছেন তিনি? শুধু মুশফিকুর কেন, সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে ভালো ছিলেন না, এই কথাটি বলার মতো কেউই সম্ভবত নেই বর্তমান জাতীয় দলে। কিন্তু তাঁরা বোর্ডের বেতনভোগী, ঘটমান বর্তমান নিয়ে মুখ খুলে বিপদে পড়তে রাজি নন। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন শেষে মুশফিকুরও যেমন সবকিছু বলার আগে বলে নিলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। ওনারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন।

’ বোর্ড মনে করেছে, সাকিব-তামিমকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলে খাদের কিনারা থেকে ক্রিকেট ফিরে আসবে, প্রায়শ্চিত্ত হবে জিম্বাবুয়ে-ব্যর্থতার; তাই বোর্ড সেটা করেছে। কিন্তু জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে অনেকেই যাঁকে ভাবছেন, সেই মুশফিকুর মনে করেন, আর সব বাদ দিয়ে জিম্বাবুয়ে-ব্যর্থতার ক্রিকেটীয় কারণটাকেই নেওয়া দরকার আমলে। দলে গ্রুপিং-ট্রুপিংয়ের কথাও উড়িয়ে দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘আমরা যেমন ছিলাম তেমনই আছি। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং খারাপ হয়েছে। আমার মনে হয়, ওসব নিয়েই চিন্তা করা উচিত।

এর বাইরে আমরা এমন কিছু করিনি, যেটার প্রভাব দলের ওপর পড়েছে। ’ এ প্রসঙ্গে বাংলাদেশ দল সম্পর্কে নতুন কোচ স্টুয়ার্ট ল-র মূল্যায়নটাও শুনিয়ে দিয়েছেন তিনি, ‘আপনারা অন্য কোনো দলের সঙ্গে ট্রাভেল করলে ভালো বুঝতে পারতেন...আমার মতে এবং কোচেরও মতে, আমাদের মতো সুশৃঙ্খল দল আর নেই। মাঠ আর মাঠের বাইরে আমরা এত বেশি সময় একসঙ্গে থাকি, যেটা মনে হয় আর কোনো দলে হয় না। ’ তার পরও এত আলোচনা কেন—এর উত্তর নেই মুশফিকুরের কাছে, ‘...এর পরও হয়তো কারও চোখে কিছু লেগেছে। সেটা যাঁদের চোখে লেগেছে তাঁরা ভালো জানেন।

আমার চোখে এ রকম কিছু কখনো লাগেনি। ’ অধিনায়ক সাকিব ১০০-তে ১০০ নম্বরই পাচ্ছেন মুশফিকুরের কাছে, ‘অনেক ভালো ছেলে, আমাদের দলের অন্যতম সেরা পারফরমার। পারফরম্যান্স ভালো হলে দলকেও ভালোভাবে নেতৃত্ব দেওয়া যায়। অধিনায়ক হিসেবে সাকিব অনেক ভালো। ’ কিন্তু মুশফিকুর বললেই কি হবে! জিম্বাবুয়ে সফরের হেড অব ডেলিগেশন শফিকুর রহমানের চোখে সাকিবের চেয়ে ‘নিকৃষ্ট’ অধিনায়ক আর কেউ নেই! না, মুশফিকুর তাঁর মন্তব্যে খেপে ওঠার মতো কিছু বলেননি।

বরং যথাযথ সম্মান দিয়েই জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার আসল কারণটার দিকে ইঙ্গিত করেছেন, ‘হেড অব ডেলিগেশন আমার চেয়ে ভালো বোঝেন। তবে সবচেয়ে বড় কথা, আমরা দল হিসেবে পারফরম করতে পারিনি। এবার সেটা করার চেষ্টা করব। ’ সাকিবকে সরিয়ে দেওয়ার পর সম্ভাব্য অধিনায়কদের তালিকায় মুশফিকুর তো আছেনই, শোনা যাচ্ছে মাহমুদউল্লাহর নামও। জাতীয়, ‘এ’ ও একাডেমি দলের অংশগ্রহণে কাল থেকে শুরু হতে যাওয়া বিসিবি কাপে জাতীয় দলের নেতৃত্বে সম্ভবত মুশফিকুরই থাকছেন।

‘এ’ দলের নেতৃত্বে শোনা যাচ্ছে মাহমুদউল্লাহর নাম। সাকিবের উত্তরসূরি হতে পারেন, এমন কথা কানে গেছে মুশফিকুরেরও। তবে নেতৃত্ব নয়, আপাতত তাঁর ভাবনাজুড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ, ‘গুঞ্জন আমিও শুনছি, আপনাদের কাছ থেকেই শুনছি। তবে আমার মূল লক্ষ্য আসলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আমাদের জন্য বড় একটা সিরিজ, অনেক কিছু প্রমাণ করার আছে।

চেষ্টা করছি সেদিকে মনোযোগ দেওয়ার। তার পরও যদি কোনো দায়িত্ব আসে, সেটা পুরোপুরি পালন করার চেষ্টা করব। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.