http://www.amarbornomala.com
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ইনুর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও ষড়যন্ত্রমূলক। ইনুকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে আব্দুল্লাহ আল নোমান এ কথা বলেন।
গত সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘যুদ্ধাপরাধী, জঙ্গি, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক শক্তিকে মাইনাস করুন, না হয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যান। ’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ আল নোমান ইনুকে ক্ষমা চাইতে বলেন।
ইনুর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি (ইনু) কি সংসদীয় রাজনীতির বদলে অস্ত্রের রাজনীতিতে ফিরে যেতে চান? যদি ইনুরা অস্ত্রের ভয় দেখান এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ষড়যন্ত্রের রাজনীতি করতে যান, তাহলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। ’ তিনি বলেন, ‘ইনু যে কথা বলেছেন, তা অরাজনৈতিক ও সংসদীয় রাজনীতির বাইরে। রাজনীতিতে এটা অস্ত্রের ভাষা। ’ ইনু কোন প্রেক্ষাপটে এ ধরনের কথা বলেছেন, এরও ব্যাখ্যা চান তিনি।
এদিকে জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক সেনাশাসক ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাঁকে স্বৈরাচার না বলতে সাংসদদের কাছে আবেদন করেন।
পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন, ‘আমরা তাঁকে দুঃখ দিতে চাই না। বাস্তব কথাটা বলতে চাই, আমরা সেদিন কার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তাঁকে তা বুঝতে হবে। ’ তিনি বলেন, ‘আমরা সহযাত্রী, তিনি দুঃখ পান, আমরা তাঁকে স্বৈরাচার বলব না। ’
এরশাদের আবেদন ও জলিলের জবাব প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমার মনে হয়, এটা জলিলের একার বক্তব্য নয়। পুরো আওয়ামী লীগের বক্তব্য।
মহাজোটে ভাঙন ধরেছে, সেটা ঠেকানোর জন্য তিনি এটা বলেছেন। ’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে সংসদের বাইরে আলোচনায় বিএনপি রাজি বলেও আবদুল্লাহ আল নোমান জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।