আমাদের কথা খুঁজে নিন

   

ইনুর চোখ উলটানো ও বড়ুয়ার পাজামার রশি ।। ব্লগ ৩০।১০।২০১৩

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

ইনু হটাৎ করেই আজ বলছেন যারা টেলি সংলাপ প্রকাশ ও ধারন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে । গতকাল কিন্তু বলেছেন এটা জানার অধিকার জনগনের আছে । কি বিচিত্র !! একই সময়ে প্রধানমন্ত্রী বলছেন প্রকাশ যখন হয়েছে তখন পুরোটাই হোক । চেইন অফ কমান্ড কি হ্যাক হল নাকি ভাই ?? বাইরে পাজামা পাঞ্জাবি পরে গেলে পাজামার দড়ি খুব যত্ন করে বাধি আমরা কারন একবার গিটঠু লেগে গেলে কি নাজেহাল হতে হয় তা সবাই জানি । মন্ত্রী বড়ুয়া আজ বড় বেচইন হয়ে ডায়াসএ মাইক এক হাতে আর পাজামা এক হাতে ধরে বক্তৃতা শেষ করলেন । নিচে লিঙ্ক দিলাম , এই টেনশন যুক্ত জীবনে একটু হাসুন !! Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.