আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমায় ভালবেসেছিলে যে ক্ষণে.........written by Tania Hasan Khan

তুমি আমায় ভালবেসেছিলে যে ক্ষণে.........written by Tania Hasan Khan তুমি আমায় ডেঁকেছিলে সেই দিনে, এক বাবুই উঁড়ে বসল আমার মনে। পথ বুঝি ওর ছিল না তো জানা, তোমার পথের পরে সে যে করল আনাগোনা। তুমি আমায় বুঝেছিলে যে ক্ষণে, বাবুই গান গেয়েছিল মনে মনে। চাইল বাবুই গড়তে ছোট্ট বাসা, যখন জানালে আমায় ভালবাসা। তুমি আমায় এঁকেছিলে যেথায়, বাবুই কোথা উড়ে গেল ভর করে ওর পাখায়।

লাজুক বাবুই ফিরল যখন এথায়, করল শুরু বাড়ির বুনন সেথায়। তুমি আমায় রাঙ্গিয়েছিলে প্রাণে, বাবুই ছুটল খড়ের সন্ধানে। ডজন খরের বুনন বুনে বুনে, গড়ল নিলয় শিল্পের কাননে। তুমি আমায় ভালবেসেছিলে যে ক্ষণে, বাবুই যুগল ফিরল নীড়ে, অধীর ও উন্মনে। বাবুইও যে বাসে ভাল তার পাখিটিকে, বুঝাল দিয়ে হাতের গড়া খর শৈল্পিকে।

তুমি আমায় বুঝেছিলে ভুল অন্য মনে, বাবুই নিলয় বিবর্ণ হয় এক কোণে। বাবুই বোঝে মেঘেরা কেন গগনে ভাসে? ভুলের বৃষ্টিপাত কেন বাড়েই অহর্ণীশে? যেদিন কাঁদিয়েছিলে মনের গহীন কোণে, ছটফটে বাবুই ডানা ঝাঁপটায় মেঘলা গগন পানে। লক্ষী পাখিও গেয়ে গেল হাজার করুণ সূর, টিপ্ টিপ্ করে জ্বলা ব্যথা টানল অনেক দূর। তুমি আমায় ছেঁড়ে গিয়েছিলে যে ক্ষণে, বাবুই যুগল মূর্ছে গেল তীব্রতার দহনে। ওদের নিলয় বিবর্ণতায় সম্পূর্ণ বসতে, বিশ্বাসের মাঝে বর্ণ বাঁচে, চায় বুঝি জানাতে।

বহুদিনে বাবুই দুটি এসেছে কি মনের কোণে ? ভীত চোখে খুঁজি ওদের অবচেতন প্রাণ ও মনে। কটর পটর গল্প শুনি, খিলখিলানো হাসির সাথে, বুনছে ওরা রঙ্গিন নিলয় বিশ্বাসেরই পেরেক গেঁথে। আবেগী মন থমকে ভাবে আসছো কি গো আবার ফিরে ? সকল আঁধার কেটে কেটে আলো আসে আমার নীড়ে। তোমায় দেখে বুকের মাঝে ছঁলকে উঠে রক্ত ধারা, হাসতে গিয়ে কাঁদি আমি, বাবুই পাখি হেসেই সারা। তানিয়া হাসান খান সময়: ৮:৩০ মি. (রাত্রি) তারিখ: ২২।

০৬। ১২ ইং (কবিতাটি আমার বর অলিভ হাসানকে উৎসর্গ করছি, ভালবাসার সব কবিতাই তার জন্য) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।