আমাদের কথা খুঁজে নিন

   

পড়বে কি তোর - আমায় মনে.........।

নিজেকে হারিয়ে খুঁজি

হঠাৎ উঠি চমকে- মনের কোনায় দেয় কে টোকা, ভাবনারা যায় থমকে। সেকোন ক্ষণের স্মৃতি- ব্যস্ত বেলায় কাজের ভ্রুকুট, নিয়ম ভাঙার রীতি। দৃষ্টি মেলায় দুরে- এমনটি এক কাটতো প্রহর, গানে- কথায়- সুরে। চলতি পথে- ভুলে, চোখের আড়াল সেই মুঠো ফোন, আলগোছে নেই তুলে। চুপটি নিঠুর সময়- কখন যেন হারিয়ে গেছে -বুক কাঁপানো সে ভয়।

অবহেলার ভিড়ে- শব্দ মালায় লেখা গানের, সুরটুকু যায় ছিঁড়ে। অলস সময় আসে, মিথ্যে নেশায় কাটিয়ে দেয়া-একলাপনার পাশে। নীল জানালায় চোখ, চেনা আলোয় নাইবা খুঁজি- দৈব নাহয় হোক। অলিক স্বপণ ভূবন- ভান করা সব মানুষ পরে -ইচ্ছে ফিতের রিবন। আবার পুস্প কাল- মাঝে বুঝি বছর গেল- কেটে গেছে তাল।

অভিমানের ধোঁয়া- ইচ্ছেকি তার হয়নি বারও-একটু পেতে ছোঁয়া? বুঝেও অবুঝ হই- নিজের ঘেরাটোপের খাঁচায়- বন্দী হয়ে রই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।