নিজেকে হারিয়ে খুঁজি
...বাসলে বলবি- ....... বাসি
না বাসলে বলবি- বাসিনা....!!
কথা কেন ঘু্রিয়ে বলিস-
জবাব ছাড়াই হাসতে থাকিস?!
জানতে চাওয়া তোর ই কাছে
মনের গহীন ভাবনা বনে-
তুই কি আমায় এমোনি ভাবিস?
পড়লে হঠাত আমায় মনে?
যেমন করে একলা চড়ুই
ইড়িক চিড়িক সঙ্গী ডাকে-
কিংবা বটের শাখায় ঘুঘু
কুহু সূরের তানে থাকে।
ব্যাস্ত বেলায় মাছরাঙাটা
ডুব দিতে চায় ঝাপটা জলে-
হঠাত কেমন থমকে দাঁড়ায়
পেছন ফিরে দেখার ছলে।
তুই কি আমায় তেমনি খুঁজিস?
আমার মতোই আমায় বুঝিস?
কেন ই বা তোর হেয়ালী কথা
হয়তো কোথাও গোপন ব্যাথা।
জানিয়ে নাহয় দিলি এবার
দুঃখ যা পাই কুড়িয়ে নেবার-
নিলাম নাহয় ভালবাসায়
রাখিস কেন -... মিছে আশায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।