আমায় যদি দিতে কেউ
একটা বন্ধু
যার হাতটা ধরে পথ হাটতাম
আমায় যদি দিতে কেউ
একটা নদী যার বুকে
আমি সাঁতার কাটতাম
আমায় যদি দিতে কেউ
একটা পরী
যার ডানায় আমি
ভর করিতাম
আমায় যদি দিতে কেউ
একটা গোলাপ
আমার জানের খোপায়
গুজে রাখতাম
যদি কেউ
বলে আমায় কি হবো
নিল টিপ হবো
নিল হবো না টিপ হবো
ফুল না ভুল হবো বলোতো
কখনো ইচ্ছে করে
ঘুরি হয়ে আকাশে উড়ি
কখনো ইচ্ছে করে
মেঘেদের সাথে দেই পাড়ি
কখনো ইচ্ছে করে
চাঁদটাকে দুমুঠে ধরি
কথা,সুর,কন্ঠঃফিরোজ কবীর ডলার
সংগীতঃপলাশ রেডিও এ্যাকটিভ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।