আল বিদা
মনে পড়ে অনেক দিন আগে
সন্ধ্যাবেলার একটু পরে
ঝড়ের রাতে বিজলীর সাথে
হাটুজলে হেটে হেটে
গিয়েছিলাম ঐ অদূরে
বাতায়নে তোমায় দেখব বলে।
এসেছিলে সাঝের পরে
দরজাটুকু একটু খুলে
ব্যালকনির ধার ঘেষে
দাড়িয়ে রইলে চুপটি করে
কি জানি কি দেখলাম আধারে
তখন থেকেই হারালাম নিজেরে।
আজ এই এতকাল পরে
আমায় কি তোমার পড়ে মনে
কখনও কোন সন্ধ্যাকালে
কিংবা কোন ঝড়ের রাতে?
মনে রেখো আছি বসে
আজও তোমার পথ চেয়ে।
*ছবিটি বহু পুরনো এক ব্লগারের প্রোফাইলে ছিল। ছবিটি ভাল লাগায় সেভ করে রেখেছিলাম। তার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।