খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
কপালেরই কালো চুল উড়বে যখন
আমার কথা মনে পড়বে তখন
কাছে দূরে যেখানেই রই
যেন তোমারই হই ।
পুকুর ঘাটে জল আনিতে
আসবে যখন
কপালেরই কালো চুল উড়বে তখন
আমায় দেখে তুমি
ঘোমটা টেনে মুখ ঢাকবে যখন
আমায় মনে পড়বে তখন ।
শতো কাজের ভীড়ে
আমায় মনে করে
চোখের জলবে ভিজবে মন
আমায় মনে পড়বে তখন ।
আলতা রাঙা পায়
আমার গায়
নুপুরেরই সুরে হাটবে যখন
আমায় মনে পড়বে তখন ।
নিসঙ জীবনের হিসেব কষে
হেসে হেসে কাঁদবে যখন
আমায় মনে পড়বে তখন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।